• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সারজিস আলমের প্রত্যাশা

নিজস্ব প্রতিবেদক    ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:০৬ পি.এম.
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় দেড় যুগ পর বাংলাদেশে ফিরছেন। এ বিষয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। 

ফেসবুক পোস্টে সারজিস আলম লিখেছেন, “স্বৈরাচারের পতন, পরিবর্তিত পরিস্থিতি, নানা উত্থান-পতন এবং রাজনৈতিক ক্রমধারার এক গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে আজ বাংলাদেশে আসছেন তারেক রহমান। আমরা ২৪-এর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তাকে স্বাগত জানাই।”

তিনি আরও উল্লেখ করেন, পূর্ব অভিজ্ঞতা ও বর্তমান বাস্তবতাকে সামনে রেখে বাংলাদেশের গণতান্ত্রিক লড়াই, আধিপত্যবাদবিরোধী আন্দোলন ও আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার পথে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা রয়েছে। পোস্টের শেষে তিনি লিখেছেন, “স্বাগতম।”

এর আগে বুধবার রাতে লন্ডন থেকে স্বপরিবারে দেশের পথে রওনা হন তারেক রহমান। বৃহস্পতিবার সকালে তিনি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। কিছু সময়ের মধ্যে তার বিমান ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। এরপর আনুষ্ঠানিকতা শেষে তিনি ৩০০ ফিট সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন এবং পরবর্তীতে মা খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে যাবেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালদ্বীপে মুগ্ধতা ছড়াচ্ছেন মেহজাবীন-আদনান
মালদ্বীপে মুগ্ধতা ছড়াচ্ছেন মেহজাবীন-আদনান
ইশরাকের দুঃখ প্রকাশ
ভাইরাল সেই ভিডিও ইশরাকের দুঃখ প্রকাশ
দাদুকে নিয়ে জাইমা রহমানের স্মৃতিচারণ
খালেদা জিয়া দাদুকে নিয়ে জাইমা রহমানের স্মৃতিচারণ