মিশিগানে চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

যুক্তরাষ্ট্রের মিশিগানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি ওয়ারেন সিটির আলিফ রেস্টুরেন্টে দুই বছর মেয়াদি (২০২৬-২৭) কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী এবাদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন প্রদ্যুন্ন চন্দ্র।
নতুন কার্যকরী কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. নজরুল ইসলাম, সাইয়েদা শিরিন সুলতানা ও জিয়াউল আলম; যুগ্ম-সেক্রেটারি সালাউদ্দিন মুরাদ; অতিরিক্ত সেক্রেটারি এ জেড এম ওবায়দুল্লাহ; কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ; সাংগঠনিক সম্পাদক হোসেন চৌধুরী; সহ-সংগঠনিক সম্পাদক রতন বড়ুয়া; এডুকেশন সেক্রেটারি আমিনুল হক; তথ্য ও প্রচার সম্পাদক রফিকুল ইসলাম; সাংস্কৃতিক সম্পাদক রুনা কোরেশী।
নির্বাহী সদস্য অর্থাৎ মেম্বার এট লার্জ হিসেবে নির্বাচিতরা হলেন ওলিউর রহমান, মোস্তফা কামাল, মাইকেল মহসিন, রেজাউল চৌধুরী, লুৎফুর রহমান এবং মো. আফতাব।
দুই বছর মেয়াদি উপদেষ্টা পরিষদে যারা স্থান পেয়েছেন তারা হলেন মো. কামরুল হাসান, এস এম হাসান ইকবাল, ইকবাল আহমেদ অরবিন্দু চৌ. মৃদুল, সালা উদ্দিন আহমেদ, মিল্টন বড়ুয়া, সাহেদুল ইসলাম এবং সৈয়দ মঈন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং এর অধীনের বিভিন্ন কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা ২০২২ সালে। গত ৩ মেয়াদে টানা ৬ বছর প্রতিষ্ঠাতা সভাপতি এবং সাধারণ সম্পাদক সৈয়দ মইন ও মোহাম্মদ লুৎফুর রহমান দায়িত্ব পালন করে আসছিলেন। ৬ বছর পর ক্ষমতার পালা বদলের অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন বিদায়ী সাধারণ সম্পাদক মোহাম্মদ লুৎফুর রহমানসহ সংগঠনের বেশ কয়েকজন সদস্য।
সংগঠনটি ২০২২ সালে প্রতিষ্ঠিত হয়। গত ৬ বছরে প্রতিষ্ঠাতা সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন সৈয়দ মইন ও মোহাম্মদ লুৎফুর রহমান। অনুষ্ঠানে বিদায়ী ও নবনির্বাচিত কমিটির সদস্যরা অংশগ্রহণ করে আলোচনায় অংশ নেন।
ভিওডি বাংলা/জা







