পরিবেশবান্ধব জীবনধারার আদর্শ

বর্তমানে বিশ্বব্যাপী ‘গ্রিন ফ্যামিলি’ বা সবুজ পরিবারের ধারণা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। একটি সবুজ পরিবার টেকসই জীবনযাপনে বিশ্বাসী এবং তাদের প্রতিটি দৈনন্দিন কাজের মাধ্যমে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব কমানোর চেষ্টা করে।
সবুজ পরিবারের প্রধান বৈশিষ্ট্য হলো শক্তির অপচয় রোধ। তারা অপ্রয়োজনে লাইট-ফ্যান বন্ধ রাখে, এনার্জি সেভিং এলইডি ব্যবহার করে এবং এসির বদলে প্রাকৃতিক বাতাসের ওপর নির্ভর করে। এছাড়া, তারা বৃষ্টির পানি সংরক্ষণ এবং সৌরশক্তি ব্যবহারেও গুরুত্ব দেয়।
এ ধরনের পরিবারের সদস্যরা ‘রিডিউস, রিইউজ ও রিসাইকেল’ নীতি মেনে চলে। তারা হুটহাট নতুন পোশাক বা প্লাস্টিকের জিনিস না কিনে পুরোনো জিনিসের পুনঃব্যবহার নিশ্চিত করে। ফেলে দেওয়া প্লাস্টিক বা কাপড় দিয়ে নতুন কিছু তৈরি করা বা অব্যবহৃত জিনিস অন্যকে দান করা তাদের নিয়মিত অভ্যাস।
খাবারের ক্ষেত্রে তারা সচেতন। প্যাকেটজাত বা বোতলজাত খাবারের বদলে তারা টাটকা মৌসুমি শাকসবজি ও ফলমূল বেছে নেয়। খাবারের অপচয় রোধের পাশাপাশি রান্নার অবশিষ্টাংশ থেকে তারা জৈব সার তৈরি করে, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় সাহায্য করে।
যাতায়াতের ক্ষেত্রে সবুজ পরিবার সাধারণত হাঁটা বা সাইকেল চালানোকে প্রাধান্য দেয়, যা ব্যক্তিগত যানবাহনের কার্বন নিঃসরণ কমাতে সাহায্য করে। কেনাকাটার সময় তারা আবেগ বা শখের বশে কিছু কিনে না, কেবল প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করে।
সবুজ পরিবারের ঘর, বারান্দা বা ছাদ সব সময় প্রাকৃতিক সবুজে ঘেরা থাকে। প্রচুর গাছপালা থাকায় তাদের ঘর স্বাভাবিকভাবেই ঠান্ডা থাকে এবং বাতাস নির্মল থাকে। প্রকৃতির সংস্পর্শে সময় কাটানো এবং প্রাণিকুলের প্রতি সহানুভূতিশীল হওয়াও তাদের পরিচয়ের অংশ।
এই টেকসই জীবনধারা কেবল পরিবারের জন্য নয়, পুরো পৃথিবীর ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
ভিওডি বাংলা/জা






