• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আদরের বিড়াল

তারেক রহমানের সঙ্গে ফিরল ‘জেবু’

নিজস্ব প্রতিবেদক    ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭ পি.এম.
তারেক রহমানের সঙ্গে ঢাকায় এল আদরের বিড়াল জেবু। সংগৃহীত ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদরের পোষা বিড়াল ‘জেবু’ এখন ঢাকায়। তারেক রহমানের সঙ্গে একই ফ্লাইটে বিশেষ ব্যবস্থাপনায় বিড়ালটিকে দেশে আনা হয়েছে।

এক সাক্ষাৎকারে তারেক রহমান জানিয়েছিলেন, বিড়ালটি মূলত তার মেয়ে জাইমা রহমানের হলেও এখন তা পুরো পরিবারের সদস্যে পরিণত হয়েছে। পরিবারের সবার কাছেই আদরের নাম জেবু।

এর আগে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফুল দিয়ে তাকে স্বাগত জানান।

পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মির্জা ফখরুল ও বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে একে একে আলিঙ্গন করেন তারেক রহমান। এ সময় উপস্থিত নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

এরপর তারেক রহমানকে ফুলের মালা দিয়ে বরণ করেন তার শাশুড়ি। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান এবং দেশে অবস্থানরত পরিবারের অন্যান্য সদস্যরা।

তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (বিজি-২০২) উড়োজাহাজটি স্থানীয় সময় বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে এটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে যাত্রাবিরতির পর বেলা ১১টা ১২ মিনিটে ঢাকার উদ্দেশে পুনরায় যাত্রা করে উড়োজাহাজটি।

ভিওডি বাংলা/ এসএইচ/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় পৌঁছলেন তারেক রহমান
ঢাকায় পৌঁছলেন তারেক রহমান
সিলেট থেকে ঢাকার পথে তারেক রহমান
সিলেট থেকে ঢাকার পথে তারেক রহমান
বিমানবন্দরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা
তারেক রহমান বিমানবন্দরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা