• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শিগগিরই বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হোক: ইধিকা

বিনোদন ডেস্ক    ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮ পি.এম.
‘প্রিয়তমা’ খ্যাত অভিনেত্রী ইধিকা পাল -ছবি: সংগৃহীত

কলকাতার সিরিয়াল থেকে বড় পর্দার নায়িকা হিসেবে উঠে আসা ইধিকা পাল সম্প্রতি বাংলাদেশের অস্থির পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ছায়ানট ভবনে হামলা এবং ময়মনসিংহের ভালুকায় যুবক দিপু চন্দ্র দাসকে হত্যা ও লাশ পুড়িয়ে দেয়ার মতো নৃশংস ঘটনায় তিনি বিচলিত।

ইধিকা বলেন, ‘একটা দেশ, যাকে আমি খুব ভালোবাসি। শিল্প ও শিল্পীকে সম্মান করতে দেখেছি। মানুষকে ভালোবাসায় বাঁধতে দেখেছি। আর সেই দেশে যখন সকলেই রেগে যাচ্ছে, ক্ষুব্ধ হচ্ছে, তা দেখে খুব খারাপ লাগছে।’

তিনি আরও বলেন, ‘আমি চাই, খুব শিগগিরই বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হোক।’ বাংলাদেশি অনুরাগীদের উদ্দেশে তিনি যোগ করেন, ‘আপনারা সবাই শান্ত থাকুন, ভালো থাকুন।’

ইধিকা ‘প্রিয়তমা’ সিনেমায় ঢাকাই সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করে দুই বাংলাতেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

উল্লেখ্য, ডুবুলিয়া পাইওনিয়ার নিট ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করতেন জেলার তারাকান্দা থানার দিপু চন্দ্র দাস, যার বয়স ২৮ বছরের কাছাকাছি। তাকে ১৮ ডিসেম্বর রাতে জোর করে তার ফ্যাক্টরি থেকে বের করে এনে হত্যা করা হয়েছে। অজ্ঞাতনামা উত্তেজিত জনতা ভিকটিমের বিরুদ্ধে নবী ও ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ এনে গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টায় ফ্যাক্টরি থেকে জোরপূর্বক বের করে দাঙ্গা সৃষ্টির মাধ্যমে দেশীয় অস্ত্র দিয়ে আঘাতসহ কিলঘুষি দিয়ে পিটিয়ে হত্যা করে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেমের প্রস্তাবে স্টাম্প দিয়ে পিটিয়েছি : ঐশী
প্রেমের প্রস্তাবে স্টাম্প দিয়ে পিটিয়েছি : ঐশী
নারীর রহস্যময়ী গল্পে কিয়ারা
নারীর রহস্যময়ী গল্পে কিয়ারা
‘সব অবস্থায় চুপ থাকাই নাকি বুদ্ধিমানের কাজ’: চমক
‘সব অবস্থায় চুপ থাকাই নাকি বুদ্ধিমানের কাজ’: চমক