অভিনেত্রী ইমানি দিয়া স্মিথের মরদেহ উদ্ধার, প্রেমিক গ্রেপ্তার

হলিউডে ফের এক মর্মান্তিক ঘটনার খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নিজ বাসা থেকে ২৫ বছর বয়সী অভিনেত্রী ইমানি দিয়া স্মিথকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্তে ইমানির প্রেমিক জর্ডান ডি জ্যাকসনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলার প্রস্তুতি চলছে।
ইমানি ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন এবং জনপ্রিয় চলচ্চিত্র ‘দ্য লায়ন কিং’-এ ‘ইয়াং নালা’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন।
ইমানি তার বাবা-মা, দুই ভাইবোন এবং তিন বছরের এক সন্তানকে রেখে গেছেন। অভিনেত্রীর কাকিমা পরিবারটির পাশে দাঁড়াতে একটি তহবিল সংগ্রহ কার্যক্রম শুরু করেছেন, যাতে শেষকৃত্য এবং ভবিষ্যতে সন্তান ও পরিবারের দেখাশোনার খরচ বহন করা যায়।
কাকিমা এক বিবৃতিতে বলেন, “মাত্র ২৫ বছর বয়সেই ইমানি আমাদের ছেড়ে চলে গেল। সে ছিল অত্যন্ত প্রতিভাবান ও প্রাণবন্ত একজন মানুষ। তার স্মৃতি আমাদের হৃদয়ে থেকে যাবে।”
ইমানির অকাল মৃত্যুতে ভক্ত ও সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। বিনোদন অঙ্গনে এই ঘটনা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
ভিওডি বাংলা/জা





