• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কোরআন ছুঁয়ে শপথ নিলেন বাংলাদেশি বংশোদ্ভূত সোমা

আন্তর্জাতিক ডেস্ক    ২৫ ডিসেম্বর ২০২৫, ০২:৪১ পি.এম.
বাংলাদেশি বংশোদ্ভূত সোমা সাঈদ-ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত গড়ে তুলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত সোমা সাঈদ। সম্প্রতি নিউইয়র্ক সিটির কুইন্স সিভিল কোর্ট হাউসে আয়োজিত অনুষ্ঠানে তিনি কোরআনে হাত রেখে শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে উচ্চপদস্থ বিচারপতি, সরকারি কর্মকর্তা, কূটনৈতিক প্রতিনিধি এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সোমা সাঈদের এই সাফল্যে যুক্তরাষ্ট্রজুড়ে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। অনেক স্থানে মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে এ অর্জন উদ্‌যাপন করা হয়।

জানা যায়, গত ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে অনুষ্ঠিত নির্বাচনে জনগণের ভোটে তিনি বিচারপতি হিসেবে নির্বাচিত হন। যুক্তরাষ্ট্রে স্টেট ও স্থানীয় পর্যায়ের বিচারক ও বিচারপতিরা সাধারণত দলীয় ও সাধারণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে থাকেন।

এর আগে ২০২১ সালে সোমা সাঈদ কুইন্স ডিস্ট্রিক্ট জাজ হিসেবে দায়িত্ব পালন করেন। আইনাঙ্গনে তার পেশাগত দক্ষতা ও কমিউনিটি সম্পৃক্ততার কারণে তিনি বাঙালি কমিউনিটিতে একজন পরিচিত মুখ হিসেবে পরিচিত।

সোমা সাঈদ এর আগে ২০২১ সালে তিনি কুইন্স ডিস্ট্রিক্ট জাজ হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, ‘এটি শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং সংখ্যালঘু ও অভিবাসী কমিউনিটির জন্য অনুপ্রেরণার বার্তা।’

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লিবিয়া থেকে দেশে ফিরলেন ৩১০ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ৩১০ বাংলাদেশি
আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ১১৯ বাংলাদেশি শিক্ষার্থী পেলেন পূর্ণ বৃত্তি
আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ১১৯ বাংলাদেশি শিক্ষার্থী পেলেন পূর্ণ বৃত্তি
বাংলাদেশিদের ভিসার জন্য অপরাধ হ্রাস জরুরি: রাষ্ট্রদূত
বাংলাদেশিদের ভিসার জন্য অপরাধ হ্রাস জরুরি: রাষ্ট্রদূত