বড়দিন উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

দেশজুড়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) একদিনের জন্য বন্ধ রয়েছে। সেই সঙ্গে বন্ধ রয়েছে বন্দরের অভ্যন্তরীণ সকল কার্যক্রম। তবে পাসপোর্টধারী যাত্রীরা হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে স্বাভাবিকভাবে পারাপার করতে পারছেন।
বিষয়টি নিশ্চিত করে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে সরকারি ছুটি হওয়ায় আজ সকাল থেকে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
হিলি ইমিগ্রেশন ওসি আরিফুল ইসলামও নিশ্চিত করেছেন, বড়দিন উপলক্ষে বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।
ভিওডি বাংলা/জা







