• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের সংবর্ধনা মঞ্চে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ২৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৬ পি.এম.
জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের সংবর্ধনা মঞ্চে তারেক রহমান।ছবি: ভিওডি বাংলা

পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের সংবর্ধনা মঞ্চে পৌঁছালেন তারেক রহমান। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে দুপুর ৩ টা ৪৫ মিনিটে সংবর্ধনা স্থলে পৌঁছান  তিনি। এসময় নেতা-কর্মীদের শ্লগানে কেপে ওঠে সংবর্ধনাস্থল।

নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাস।

দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখেন তারেক রহমান। আজ সকাল ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০২ ফ্লাইটটি অবতরণ করে।

জনসমূদ্র।

এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। তাকে বহনকারী বিমানটি সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ডের পর সকাল ১১টা ১২ মিনিটের দিকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাস।

তারও আগে বুধবার লন্ডনের (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিট) তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে।

ভিওডি বাংলা/ এসইচ/আরিফ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাস
নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাস
ঢাকা-১৫ আসনের মনোনয়নপত্র নিলেন জামায়াতের আমির
ঢাকা-১৫ আসনের মনোনয়নপত্র নিলেন জামায়াতের আমির
দেশে নেমেই ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ
দেশে নেমেই ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ