• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

উত্তর কোরিয়ার নতুন পারমাণবিক সাবমেরিনের ছবি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক    ২৫ ডিসেম্বর ২০২৫, ০৪:১৫ পি.এম.
রাষ্ট্রীয় গণমাধ্যমে নতুন পারমাণবিক চালিত সাবমেরিন পরিদর্শন প্রেসিডেন্ট কিম জং উনের-ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়া তাদের প্রথম পারমাণবিক চালিত সাবমেরিনের নতুন ছবি প্রকাশ করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, প্রেসিডেন্ট কিম জং উন সাবমেরিনটি পরিদর্শন করছেন। সাবমেরিনটির আকার যুক্তরাষ্ট্রের পারমাণবিক অ্যাটাক সাবমেরিনের সমতুল্য এবং গাইডেড-মিসাইল সক্ষম।

বিশ্লেষকরা মনে করছেন, দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিন নির্মাণ অনুমোদনের প্রেক্ষিতে পিয়ংইয়ংয়ের প্রকল্পে নতুন গতি এসেছে। পারমাণবিক সাবমেরিন দীর্ঘদিন পানির নিচে থাকতে পারে এবং দ্রুত ও নীরব হওয়ায় এটি প্রচলিত সাবমেরিনের তুলনায় কার্যকারিতা বেশি।

বর্তমানে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য ও ভারত পারমাণবিক সাবমেরিন প্রযুক্তিতে দক্ষ। নতুন সাবমেরিনটির ডিসপ্লেসমেন্ট প্রায় ৮৭০০ টন, যা যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া শ্রেণির বেশিরভাগ পারমাণবিক অ্যাটাক সাবমেরিনের সমতুল্য।

কিম জং উন এই সাবমেরিনের গুরুত্ব পুনরায় তুলে ধরে বলেছেন, পিয়ংইয়ংয়ের প্রতিরক্ষা নীতি সর্বশক্তিশালী আক্রমণাত্মক সক্ষমতার ওপর ভিত্তি করে গড়ে তোলা হয়েছে এবং এই সক্ষমতাই জাতীয় নিরাপত্তার সবচেয়ে বড় ঢাল।
 
তিনি যুক্তরাষ্ট্রের সমর্থনে দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিন নির্মাণকে উত্তর কোরিয়ার জন্য হুমকি হিসেবে দেখছেন এবং তা মোকাবিলার প্রয়োজনীয়তাও উল্লেখ করেছেন।

তবে সিউলের ইহওয়া উইমেন্স ইউনিভার্সিটির আন্তর্জাতিক অধ্যয়ন বিভাগের অধ্যাপক লেইফ-এরিক ইজলি বলেছেন, কোরীয় উপদ্বীপে উত্তেজনার জন্য মূলত পিয়ংইয়ং নিজেই দায়ী। তার মতে, পারমাণবিক চালিত সাবমেরিন বাড়লে অস্থিরতা বেড়ে যেতে পারে এবং এই অস্ত্র প্রতিযোগিতার দায় কিমকেই নিতে হবে।
 
কিম জং উন ২০২১ সালে ঘোষিত পাঁচ বছরের পরিকল্পনার অংশ হিসেবে দেশের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে বাড়ানোর তদারকি করছেন। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছাতে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক গ্লাইড ভেহিকল এবং নৌবাহিনীর জন্য নতুন গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার।

চলতি বছরের সামরিক উদ্যোগের অংশ হিসেবে, কিম জং উন নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক গ্লাইড ভেহিকল এবং গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার উন্নয়নের তদারকি করছেন। নতুন সাবমেরিন ও ডেস্ট্রয়ার নির্মাণ নৌবাহিনীর যুদ্ধক্ষমতা জোরদারের একটি বড় অগ্রগতি হিসেবে ধরা হচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাইজেরিয়ার মসজিদে বোমা হামলা: নিহত ৫, আহত ৩৫
নাইজেরিয়ার মসজিদে বোমা হামলা: নিহত ৫, আহত ৩৫
তারেক রহমানের দেশে ফেরা
বিদেশি মিডিয়া তারেক রহমানের দেশে ফেরা
শান্তি চুক্তি স্বাক্ষরের পর ইউক্রেনে নির্বাচন হবে: জেলেনস্কি
শান্তি চুক্তি স্বাক্ষরের পর ইউক্রেনে নির্বাচন হবে: জেলেনস্কি