• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেড়যুগ পর বাবার বাড়িতে উঠলেন জাইমা রহমান

নিজস্ব প্রতিবেদক    ২৫ ডিসেম্বর ২০২৫, ০৪:২৫ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

দীর্ঘ ১৭ বছরের বেশি সময় লন্ডনে নির্বাসনে থাকার পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে এসেছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

বিমানবন্দরে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে কুশল বিনিময় করে তারেক রহমান সংবর্ধনা মঞ্চে গেলেও জুবায়ের রহমান ও জাইমা রহমান উঠলেন গুলশান এভিনিউ ১৯৬ বাড়িতে। জীবনে প্রথম বারের মতো বাবার নিজ বাড়িতে উঠলেন তারেক কন্যা জাইমা রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জোবায়দা রহমান ও জাইমা রহমান পুলিশি নিরাপত্তায় সরাসরি গুলশানের ১৯৬ নম্বর বাসা প্রবেশ করেন।

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িটি পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। এটি  ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভা সর্বসম্মত সিদ্ধান্তে জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়। এর পর থেকে এই দেড় বিঘার উপর নির্মিত ছায়া ঘেরা বাড়ির মালিক সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

তবে দীর্ঘ ১৭ বছর রাজনৈতিক মারপ্যাচের কারনে এই বাড়িতে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের কেউই থাকতে পারেন নাই। তাই বাড়িটি ভাড়া নিয়ে ব্যবহার করা শুরু করেছিলেন আমেরিকা ব্রিটিশ টোব্যাক্য বাংলাদেশ। বছর খানিক আগে এই কোম্পানী বাড়িটি ছেড়ে দেয়। তারপর থেকে এই বাড়ির ভিতর ও বাহির সাজানো হয় তারেক রহমানের বসবাসের উপযোগী করে।

কয়েক মাস আগে গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রিজু বাড়িটির দলিলপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে হস্তান্তর করেন।

দুইতলা বিশিষ্ট  বাড়িটিতে তিনটি বেড রুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, লিভিং রুম সুইমিং পুল ও বাড়িটির সামনে বিশাল খালি জায়গাসহ রয়েছে সব অত্যাধুনিক সুবিধা।

কয়েকদিন আগে দেয়ালে করা হয়েছে নতুন সাদা রং, চারিদিকে লাগানো হয়েছে কাঁটাতারের বেড়া, সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে বড় দু’টি গেটে রয়েছে পুলিশ বক্স।

বাড়ির চারিদিক আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

ভিওডি বাংলা-সবুজ/জা 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমরা দেশের শান্তি চাই : তারেক রহমান
আই হ্যাভ এ প্ল্যান আমরা দেশের শান্তি চাই : তারেক রহমান
জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের সংবর্ধনা মঞ্চে তারেক রহমান
জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের সংবর্ধনা মঞ্চে তারেক রহমান
‘জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম!’
জামায়াত আমির ‘জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম!’