মধুপুর
শান্তি ও সম্প্রীতির বার্তায় গির্জায় গির্জায় বড়দিন উদযাপন

খ্রিস্টীয় ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিভিন্ন গির্জায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপন শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মধুপুরের বনাঞ্চল ও গড়াঞ্চলের গির্জাগুলোতে বিশেষ প্রার্থনা (মিশা), কীর্তন, কেক কাটা ও সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বড়দিনের সূচনা হয়। এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) রাতভর কীর্তনে অংশ নেন শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ। কীর্তন শেষে পিঠা-পুলির আয়োজন করা হয়।
বড়দিন উপলক্ষে খ্রিস্টান অধ্যুষিত গ্রামগুলোতে বাড়ি-ঘর, গির্জা ও কবরস্থান আলোকসজ্জা ও বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। পাড়া-মহল্লায় গ্রামীণ খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার রাত ৮টা থেকে জলছত্র কর্পোস খ্রিস্টি ধর্মপল্লীতে গির্জা পরিচালনা কমিটির উদ্যোগে বিশেষ প্রার্থনা ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) লিটুস লরেন্স চিরান, সহকারী কমিশনার (ভূমি) মো. নঈম উদ্দিন, থানার ওসি মো. জাফর ইকবালসহ প্রশাসনের কর্মকর্তারা।
এছাড়াও উপস্থিত ছিলেন জলছত্র গির্জার পুরহিত ফাদার সুসেভ সুভাস, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সেক্রেটারি অ্যাডভোকেট জনজেত্রা, সাংগঠনিক সম্পাদক প্রবীর চিসিমসহ খ্রিষ্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, মধুপুর এলাকায় বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ।
বিশেষ প্রার্থনায় বিশ্ব শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ কামনা করা হয়। বক্তারা বলেন, বড়দিন মানবতা, ভালোবাসা ও সহমর্মিতার শিক্ষা দেয়।
বড়দিন উপলক্ষে মধুপুর উপজেলার ৯৩টি গির্জায় প্রার্থনা সভা ও ধর্মীয় কর্মসূচি পালিত হবে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।
ভিওডি বাংলা/ মোঃ লিটন সরকার/ আ







