• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তিনটি আসনে বিএনপি প্রার্থী পরিবর্তন, নেতা-কর্মীদের বিক্ষোভ

যশোর প্রতিনিধি    ২৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২৫ পি.এম.
যশোর বিএনপি। ছবি: ভিওডি বাংলা

আসন্ন ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনে যশোরের তিনটি আসনে বিএনপি প্রার্থী পরিবর্তন করেছেন। এতে করে স্থানীয় বিএনপি'র নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছেন এবং হতাশা প্রকাশ করেছেন। 

বুধবার (২৪ ডিসেম্বর) রাতে বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের হাতে দলের মনোনয়ন তুলে দেন

যশোর-১ (শার্শা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক ঘোষণাপত্রের মাধ্যমে নুরুজ্জামান লিটনকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।

দলীয় সূত্র জানায়, নুরুজ্জামান লিটন দীর্ঘদিন ধরে শার্শায় বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়। রাজনৈতিক দুঃসময়ে তিনি নেতাকর্মীদের পাশে ছিলেন বলে স্থানীয় নেতাকর্মীরা জানান। সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও তাঁর ভূমিকা এলাকায় আলোচিত।

মনোনয়ন পরিবর্তনের খবরে তৃপ্তির সমর্থকদের মধ্যে হতাশা দেখা দিলেও নুরুজ্জামান লিটনের অনুসারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এর আগে প্রাথমিকভাবে এ আসনে মনোনয়ন পেয়েছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি। গত দেড় মাস ধরে তিনি এলাকায় সক্রিয় প্রচার-প্রচারণাও চালান। তবে শেষ মুহূর্তে দলীয় সিদ্ধান্ত পরিবর্তন করে তৃপ্তির পরিবর্তে নুরুজ্জামান লিটনকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়।

যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপির প্রার্থী বদল হওয়ায় দলীয় নেতাকর্মীদের মাঝে যেনো বজ্রাঘাত হয়েছে। এ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন জমিয়তে ওলামায়ে ইসলামের (একাংশ) সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাস।

বিএনপির মনোনয়ন পরিবর্তন করায় বিক্ষোভ করেছে নেতাকর্মীরা।

এর আগে প্রাথমিকভাবে উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নেতা অ্যাড. শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনকে এ আসনে মনোনয়ন দিয়েছিল হাইকমান্ড। এতে নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাসের সৃষ্টি হয়। প্রার্থী শহীদ ইকবালও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী মাঠে নেমে পড়েন। ফলে এ আসনে ধানের শীষের নতুন জোয়ার সৃষ্টি হয় বলে দলীয় সূত্রগুলো জানায়। কিন্তু প্রার্থী বদলের ঘোষণায় সেই জোয়ারে ভাটা পড়ে।

এ বিষয়ে অ্যাড. শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন জানান, কেন্দ্রের সিনিয়র নেতাদের সিদ্ধান্ত নিয়ে কিছু বলার নেই। তবে এ সিদ্ধান্তে তৃণমূলে হতাশার সৃষ্টি হয়েছে। তাই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদন জানিয়েছি।

তবে নতুন মনোনীত প্রার্থী মুফতি রশীদ বিন ওয়াক্কাস জানান, কিছুটা ক্ষোভ হতাশা থাকবেই। তবে বিএনপির নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শ ধারণ করে। তাই দলীয় সিদ্ধান্ত মেনে আমার সঙ্গেই থাকবেন।

যশোর-৬ (কেশবপুর) আসনে বিএনপির ‘চূড়ান্ত মনোনয়ন’ পেয়েছেন দলের কেন্দ্রীয় সদস্য ও কেশবপুর উপজেলা শাখার সভাপতি মো. আবুল হোসেন আজাদ।

এই আসনে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে ‘প্রাথমিকভাবে’ প্রার্থী করেছিল বিএনপি। তবে শ্রাবণকে পরিবর্তন করে আবুল হোসেন আজাদকে ধানের শীষের ‘চূড়ান্ত প্রার্থী’ করতে কেশবপুর উপজেলা ও পৌর এবং ১১টি ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর আবেদন করেন। পরবর্তীতে নতুন করে পরিচালিত মাঠ জরিপের ফলাফল এবং ফ্যাসিবাদবিরোধী বিগত আন্দোলন-সংগ্রামে ত্যাগ-তিতীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে আজাদকেই এই আসনে ধানের শীষের ‘চূড়ান্ত প্রার্থী’ করলো বিএনপি। এর ফলে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত কাজী রওনকুল ইসলাম শ্রাবণ শেষ পর্যন্ত মনোনয়ন থেকে বাদ পড়লেন।

এ দিকে আজাদ চূড়ান্ত মনোনয়ন পাওয়ায় কেশবপুর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উচ্ছ্বসিত। তারা জানান, টানা দুই দশকেরও বেশি সময় ধরে আবুল হোসেন আজাদ কেশবপুরের রাজনীতিতে ‘মাটির মানুষ’ হিসেবে পরিচিত। তিনি দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলেন, রাজনৈতিক মামলায় আক্রান্ত কর্মীদের আইনি, আর্থিক ও মানসিক সহায়তা দিয়েছেন। কেন্দ্রীয় দলের নির্দেশনা বাস্তবায়নে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন।

ভিওডি বাংলা/ জুবায়ের হোসেন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভয়াল সেই রাতের চার বছর
লঞ্চে অগ্নিকাণ্ড ভয়াল সেই রাতের চার বছর
দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জনসচেতনতা বৃদ্ধিতে মহড়া
দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জনসচেতনতা বৃদ্ধিতে মহড়া
নীলফামারীতে ওষুধের দোকানের আড়ালে মাদক বিক্রি, আটক ১
নীলফামারীতে ওষুধের দোকানের আড়ালে মাদক বিক্রি, আটক ১