• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আপনার নেতৃত্বে দেশে শান্তি ফিরুক: খায়রুল

বিনোদন ডেস্ক    ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:৩৫ এ.এম.
তারেক রহমান ও খায়রুল বাসার -ছবি-ভিওডি বাংলা

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর ৩০০ ফিট এলাকার ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে লাখো মানুষের উপস্থিতিতে ভাষণ দেন তিনি।

তার দেশে ফেরাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ করা গেছে। সেই উচ্ছ্বাসের প্রতিফলন দেখা যাচ্ছে শোবিজ অঙ্গনেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্টে তার ফেরা ও বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন তারকা।

এই তালিকায় যুক্ত হয়েছেন অভিনেতা খায়রুল বাসার। ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‌বাংলার শিশিরভেজা ঘাসের স্পর্শে আপনার অন্তর শীতল হোক। আর আপনার নেতৃত্বে এ দেশে শান্তি ফিরুক। আপনি সুস্থ থাকেন, সুন্দর থাকেন এবং বাংলার মানুষের আস্থা হয়ে থাকেন-এই দোয়া রইল।'

ভবিষ্যৎ রাজনীতি নিয়ে নিজের অবস্থানও স্পষ্ট করেন খায়রুল বাসার। তিনি লেখেন, ‌‘যখন দেশের মানুষ আপনার হাতে দেশের দায়িত্ব তুলে দেবে, সেদিন থেকে আপনার সব ভালো কাজের স্তুতি করতে না পারলেও অসংগতির প্রতি ভরপুর সমালোচনা করব।’

তার এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪৭ লাখ টাকার লক্ষ্যমাত্রা পূরণ: তাসনিম জারা
৪৭ লাখ টাকার লক্ষ্যমাত্রা পূরণ: তাসনিম জারা
মালদ্বীপে মুগ্ধতা ছড়াচ্ছেন মেহজাবীন-আদনান
মালদ্বীপে মুগ্ধতা ছড়াচ্ছেন মেহজাবীন-আদনান
ইশরাকের দুঃখ প্রকাশ
ভাইরাল সেই ভিডিও ইশরাকের দুঃখ প্রকাশ