নাইজেরিয়ায় আইএস-এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শক্তিশালী হামলা

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ‘শক্তিশালী ও প্রাণঘাতী’ হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ট্রুথ সোশ্যাল পোস্টে জানিয়েছেন, এই হামলা তার সরাসরি নির্দেশে পরিচালিত হয়েছে।
ট্রাম্পের দাবি, ওই অঞ্চলে আইএস যোদ্ধারা হামলা চালিয়ে নিরপরাধ খ্রিস্টানদের নির্মমভাবে হত্যা করেছে। তিনি বলেন, ‘খ্রিস্টানদের হত্যাকাণ্ড বন্ধ না হলে কঠোর জবাব দেওয়া হবে- আগেই এমন সতর্কবার্তা দেওয়া হয়েছিল। আজ (২৫ ডিসেম্বর) রাতে সেই সতর্কতার বাস্তব রূপ দেখা গেছে।
খ্রিস্টানদের ওপর নীপিড়নের অভিযোগ তুলে সপ্তাহখানেক আগেই নাইজেরিয়ায় সামরিক হামলার প্রস্তুতির নির্দেশ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড জানিয়েছে, ট্রাম্পের নির্দেশ ও নাইজেরিয়া কর্তৃপক্ষের অনুরোধে এই অভিযান পরিচালিত হয়েছে। হামলায় এখন পর্যন্ত প্রাণহানির তথ্য পাওয়া যায়নি, তবে ধারণা করা হচ্ছে আইএসের ব্যাপক ক্ষতি হয়েছে।
বিগত এক দশক ধরে নাইজেরিয়ার বিভিন্ন অঞ্চলে শক্ত ঘাঁটি গড়ে রেখেছে আইএস, বোকো হারামসহ অন্যান্য উগ্র ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী।
ভিওডি বাংলা/জা






