• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঘন কুয়াশায় ঢাকার আকাশ ঘুরে ৫ ফ্লাইট কলকাতায়

নিজস্ব প্রতিবেদক    ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে ঝাপসা ছিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশ। স্পষ্টভাবে রানওয়ে দেখতে না পারার কারণে পাঁচটি ফ্লাইট ঢাকার আকাশ থেকে ঘুরে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে অবতরণ করেছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) মধ্যরাত ১টা থেকে ভোর ৬টার মধ্যে এসব ফ্লাইট কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।

একই কারণে ইউএস-বাংলা এয়ারলাইনসের দুবাই থেকে আসা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়ালালামপুর ও গুয়াঞ্জু রুটের ফ্লাইট এবং এয়ার অ্যারাবিয়ার শারজাহ ও সালাম এয়ারের মাস্কাট থেকে আগত ফ্লাইটগুলো ২-৪ ঘণ্টা বিলম্বে ঢাকায় অবতরণ করেছে।

এদিকে, বৃহস্পতিবার রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা সৃষ্টি হতে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।

এতে সড়ক যোগাযোগের পাশাপাশি অভ্যন্তরীণ নৌ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। একইসঙ্গে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে অনেক এলাকায় দৃশ্যমানতা কমে যেতে পারে এবং শীতের অনুভূতিও বাড়তে পারে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খোদা বকশ চৌধুরীর পদত্যাগ
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ
নির্বাচনী ব্যয় না কমলে দুর্নীতি কমানো যাবে না
দেবপ্রিয় ভট্টাচার্য নির্বাচনী ব্যয় না কমলে দুর্নীতি কমানো যাবে না
ওসমান হাদি ইস্যু সর্বোচ্চ গুরুত্বে তদন্ত করছে সরকার
প্রেস সচিব ওসমান হাদি ইস্যু সর্বোচ্চ গুরুত্বে তদন্ত করছে সরকার