• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কোনাবাড়ীতে ২ ঝুটের গুদামে আগুন

কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি    ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে দুটি ঝুটের গুদামে ভয়াবহ আগুন লেগেছে। স্থানীয় সময় আনুমানিক সকাল ১০টায় দেওলিয়াবাড়ী এলাকায় প্রথম গুদামে আগুন শুরু হয়। স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন, তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের আরেকটি গুদামে। 

গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ও সারাবো ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টার পর সকাল ১১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। 

ফায়ার সার্ভিস জানায়, আগুনে কোনো প্রাণহানি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি। তবে আগুনের কারণে দু'টি ঝুটের গুদাম সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা জানিয়েছে, আগুনের সূত্রপাত এখনও স্পষ্টভাবে জানা যায়নি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস কর্মকর্তারা ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পরামর্শ দিয়েছেন।

গাজীপুরের প্রশাসন ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আসলেও ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ নির্ধারণে তদন্ত অব্যাহত রয়েছে। 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫০০ টাকার বাজিতে খালে শতবার ডুব
প্রাণ গেল কৃষকের ৫০০ টাকার বাজিতে খালে শতবার ডুব
তিনটি আসনে বিএনপি প্রার্থী পরিবর্তন, নেতা-কর্মীদের বিক্ষোভ
তিনটি আসনে বিএনপি প্রার্থী পরিবর্তন, নেতা-কর্মীদের বিক্ষোভ
শান্তি ও সম্প্রীতির বার্তায় গির্জায় গির্জায় বড়দিন উদযাপন
মধুপুর শান্তি ও সম্প্রীতির বার্তায় গির্জায় গির্জায় বড়দিন উদযাপন