আসিফের ফেসবুক পেজ রিমুভ করল মেটা

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অফিশিয়াল ফেসবুক পেজটি মেটা কর্তৃপক্ষ সম্প্রতি অপসারণ করেছে। এই পেজে ৩০ লক্ষাধিক ফলোয়ার ছিলেন।
জানা গেছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে নিয়ে দেওয়া পোস্টে রিপোর্ট করে আসিফ মাহমুদের অফিশিয়াল ফেসবুক পেজ রিমুভ করে দেওয়া হয়েছে।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ওসমান হাদি ভাই সংশ্লিষ্ট সব পোস্ট, ভিডিওতে স্ট্রাইক এবং সংঘবদ্ধ রিপোর্ট করে আমার অফিশিয়াল পেজটি (৩০ লাখের বেশি ফলোয়ার) রিমুভ করে দেওয়া হয়েছে।
বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দিয়ে এই রিপোর্টের ব্যবস্থা করা হয়েছে। হাদি ভাইকে নিয়ে দেওয়া তিনটি ভিডিওতেই স্ট্রাইক দেওয়া হয়েছে।”
ভিওডি বাংলা/জা




