• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অ্যাশেজ

মেলবোর্ন টেস্টে সর্বোচ্চ দর্শকের রেকর্ড

স্পোর্টস ডেস্ক    ২৬ ডিসেম্বর ২০২৫, ০২:২৯ পি.এম.
মেলবোর্ন টেস্টে সর্বোচ্চ দর্শকের রেকর্ড। সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো শক্তিশালী ক্রিকেট সংস্কৃতির দেশগুলোতে দর্শকদের কাছে ক্রিকেটের জনপ্রিয়তা ও উন্মাদনার কোনো কমতি নেই। এমনকি অভিজাত সংস্করণ টেস্ট ক্রিকেট দেখতেও মাঠে ছুটে যান হাজারো সমর্থক। তারই প্রমাণ মিলল আজ শুক্রবার শুরু হওয়া মেলবোর্ন টেস্টে।

চলমান অ্যাশেজ সিরিজের এই টেস্ট ম্যাচে একদিনেই রেকর্ডসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। অ্যাশেজের ইতিহাসে একদিনে সর্বোচ্চ ৯৩ হাজার ৪৪২ জন দর্শক মাঠে হাজির হয়েছেন, যা একটি নতুন রেকর্ড। 

এর আগে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সর্বোচ্চ ৯৩ হাজার ১৩ জন দর্শকের উপস্থিতি দেখা গিয়েছিল ২০১৫ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে। এবার টেস্ট ক্রিকেটে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লেখা হলো এমসিজিতে।

আজ থেকে শুরু হওয়া অ্যাশেজের এই টেস্টে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পেসাররা গতির ঝড় তুলেছেন। দুই দলের বোলারদের দাপটে উভয় দলই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১৫২ রানে অলআউট হওয়ার পর ইংল্যান্ড গুটিয়ে যায় মাত্র ১১০ রানে।

এর আগে টেস্ট ক্রিকেটের ইতিহাসে একদিনে সর্বোচ্চ ৯১ হাজার ১১২ দর্শকের উপস্থিতি দেখা গিয়েছিল ২০১৩ সালের অ্যাশেজে, সেটিও এমসিজিতেই। ফলে টেস্ট ক্রিকেট ও মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড—দুটির ইতিহাসেই নতুন দর্শকসংখ্যার রেকর্ড গড়েছে এবারের ম্যাচটি।

তবে একদিনে সর্বোচ্চ দর্শক উপস্থিতির বিশ্বরেকর্ড এখনও অক্ষুণ্ন রয়েছে। ১৯৯৮–৯৯ মৌসুমে কলকাতায় ভারত-পাকিস্তান টেস্ট ম্যাচে একদিনে ১ লাখের বেশি দর্শক মাঠে উপস্থিত ছিলেন।

অ্যাশেজ সিরিজে একটি নির্দিষ্ট টেস্ট ম্যাচে সবমিলিয়ে সর্বোচ্চ ২ লাখ ৭১ হাজার ৮৬৫ দর্শকের রেকর্ড গড়েছিল ২০১৩ সালের সিরিজ। এবারের মেলবোর্ন টেস্টে সেই রেকর্ড ভাঙার সুযোগ থাকলেও, ম্যাচটি কতদিন গড়াবে তা নিয়ে রয়েছে সংশয়। কারণ প্রথম দিনেই দুই দলের প্রথম ইনিংস শেষ হয়ে গেছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার বর্ষসেরা অ্যাঙ্গেল ডি মারিয়া
আর্জেন্টিনার বর্ষসেরা অ্যাঙ্গেল ডি মারিয়া
নেইমারের হাঁটুর সফল অস্ত্রোপচার
নেইমারের হাঁটুর সফল অস্ত্রোপচার
বক্সিং ডে টেস্টে নেই কামিন্স ও লায়ন
বক্সিং ডে টেস্টে নেই কামিন্স ও লায়ন