• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভূরুঙ্গামারী

বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি    ২৬ ডিসেম্বর ২০২৫, ০৩:০৬ পি.এম.
বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত যুবক। ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারুক আহমেদ (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী মোঃ জাহাঙ্গীর আলম অপু (৩০) গুরুতর আহত হয়েছেন। 

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল আনুমানিক ৮টা ১৫ মিনিটে ভূরুঙ্গামারী থানাধীন আন্ধারীঝাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারুক আহমেদ ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ পাথরডুবি ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মোঃ হারুন অর রশিদের ছেলে। আহত জাহাঙ্গীর আলম অপু ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানার মাদ্রাসা পাড়া এলাকার বাসিন্দা এবং আব্দুল জব্বারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফারুক আহমেদ মোটরসাইকেলযোগে পাথরডুবি থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ভূরুঙ্গামারীগামী ‘পাভেল এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৯৮৪৯) আন্ধারীঝাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির (কুড়িগ্রাম হ-১৩-২৭০৩) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে মোটরসাইকেল চালক ফারুক আহমেদ ও আরোহী জাহাঙ্গীর আলম অপু গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারুক আহমেদকে মৃত ঘোষণা করেন। আহত অপুর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার পর বাস ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক আছে বলে জানিয়েছে পুলিশ।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিম উদ্দিন জানায়, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে ফারুক আহমেদের মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ভিওডি বাংলা/ জাহাঙ্গির আলম/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘন কুয়াশা ও কনকনে শীতে বিপর্যস্ত পঞ্চগড়ের জনজীবন
ঘন কুয়াশা ও কনকনে শীতে বিপর্যস্ত পঞ্চগড়ের জনজীবন
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে ১ মণ মিষ্টি বিতরণ
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে ১ মণ মিষ্টি বিতরণ
৫০০ টাকার বাজিতে খালে শতবার ডুব
প্রাণ গেল কৃষকের ৫০০ টাকার বাজিতে খালে শতবার ডুব