• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জিয়া উদ্যানের পথে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ২৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২২ পি.এম.
জিয়া উদ্যানের উদ্দেশে যাত্রাকালে তারেক রহমানকে অভিবাদন জানাচ্ছেন নেতাকর্মীরা-ছবি-ভিওডি বাংলা

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারতের উদ্দেশে যাত্রা করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে তিনি গুলশানের বাসভবন থেকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানের উদ্দেশে রওনা হন। সেখানে বাবার কবর জিয়ারত শেষে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন।

এর আগে দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

ঢাকা বিমানবন্দরে পৌঁছানোর পর বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে স্বাগত জানান। সেখান থেকে সর্বোচ্চ নিরাপত্তা ও প্রটোকলের মধ্যে বুলেটপ্রুফ বাসে করে তিনি পূর্বাচল ৩০০ ফিট এলাকার সংবর্ধনা মঞ্চে পৌঁছান।

এ সময় রাস্তার দুই পাশে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। ১৭ বছর পর দেশে ফেরা তারেক রহমানকে এক নজর দেখার জন্য বিপুল সংখ্যক মানুষ সড়কের পাশে ভিড় করেন। বিমানবন্দর থেকে পূর্বাচল পর্যন্ত পুরো পথ যেন জনসমুদ্রে পরিণত হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংবর্ধনাস্থলের বর্জ্য পরিষ্কারে নামছে বিএনপির স্বেচ্ছাসেবীরা
সংবর্ধনাস্থলের বর্জ্য পরিষ্কারে নামছে বিএনপির স্বেচ্ছাসেবীরা
আজ জিয়ার সমাধি ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান
আজ জিয়ার সমাধি ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান
৩০০ ফিটের বর্জ্য অপসারণে কাল মাঠে নামছে বিএনপি
৩০০ ফিটের বর্জ্য অপসারণে কাল মাঠে নামছে বিএনপি