হাদিকে স্বরণ করে শুরু বিপিএলের দ্বাদশ আসর

সিলেট ও রাজশাহীর মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। তবে মাঠে প্রথম বল গড়ানোর আগে টুর্নামেন্টের সূচনা হয় শোক ও শ্রদ্ধার আবহে।
সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর সম্প্রতি মারা যাওয়া শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে উদ্বোধনী অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজিত প্রাক-ম্যাচ আনুষ্ঠানিকতার শুরু হয় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। এরপর পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। সবশেষে হাদির আত্মার মাগফিরাত কামনায় মাঠে উপস্থিত খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকরা নীরবতা পালন করেন। এ সময় জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমকে মোনাজাতে অংশ নিতে দেখা যায়।
নীরবতা পর্ব শেষে বেলুন উড়িয়ে বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। প্রায় ২৫ হাজার বেলুনে রঙিন হয়ে ওঠে স্টেডিয়ামের আকাশ। পাশাপাশি দর্শকদের জন্য আয়োজন করা হয় ‘ডে-লাইট ফায়ারওয়ার্ক’ প্রদর্শনী।
উদ্বোধনী আনুষ্ঠানিকতার পর দিনের প্রথম ম্যাচের টস অনুষ্ঠিত হয়। টস জিতে রাজশাহী ওয়ারিয়র্স স্বাগতিক সিলেট টাইটান্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। ম্যাচ শেষে দর্শকদের জন্য রাখা হয়েছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন, যেখানে দেশের জনপ্রিয় শিল্পীরা নাচ ও গানে অংশ নেবেন। ছয়টি ফ্র্যাঞ্চাইজির জার্সি পরে পরিবেশিত হবে কোরিওগ্রাফি, যার দায়িত্বে রয়েছেন ফুয়াদ মুকতাদির।
এবারের বিপিএলে ধারাভাষ্য কক্ষে থাকছেন দেশি ও আন্তর্জাতিক পরিচিত মুখেরা। কমেন্ট্রি প্যানেলে রয়েছেন ওয়াকার ইউনুস, ড্যানি মরিসন, ড্যারেন গফ, পারভেজ মাহরুফ, আতহার আলী খান ও রমিজ রাজা।
ভিওডি বাংলা/ আরএ/ আরিফ






