ফের প্রেমে জড়ালেন বিল গেটসকন্যা

বিশ্বখ্যাত ধনী ও প্রযুক্তি সম্রাজ্ঞীর কন্যা ফোবি অ্যাডেল গেটস আবারও প্রেমে পড়েছেন। ২৩ বছর বয়সী ফোবি সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে নতুন সম্পর্কের ইঙ্গিত দিয়েছেন।
ছবিতে দেখা যায়, শৈশবের বন্ধু চ্যাজ ফ্লিনের সঙ্গে ফোবি ঘনিষ্ঠ মুহূর্তে রয়েছেন। ক্যাপশনে শুধু একটি ‘লাভ’ ইমোজি ব্যবহার করেছেন তিনি। নেটিজেনরা দ্রুত বুঝে ফেলেছেন, তাদের পুরনো বন্ধুত্ব এবার নতুন রূপ নিয়েছে।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে নতুন সম্পর্কের ইঙ্গিত দিয়েছেন ফোবি। তবে এই প্রেম একেবারে নতুন নয়; বরং এটি তার শৈশব থেকেই গড়ে ওঠা একটি সম্পর্ক। ইনস্টাগ্রামের ওই ছবিতে তাকে তার শৈশবের বন্ধু চ্যাজ ফ্লিনের সঙ্গে বেশ ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গেছে। ক্যাপশনে ফোবি শুধু একটি ‘লাভ’ ইমোজি ব্যবহার করেছেন, যা নেটিজেনদের বুঝতে বাকি রাখেনি যে তাদের পুরনো বন্ধুত্ব নতুন রূপে ফিরে এসেছে।
ফোবি ও চ্যাজ একই স্কুলে পড়াশোনা করেছেন এবং ১৫ বছর বয়স থেকেই তাদের মধ্যে পরিচয়। দীর্ঘ বিরতির পর তারা আবার একে অপরের কাছে ফিরে এসেছেন। এর আগে ফোবি ব্রিটিশ সংগীত কিংবদন্তি পল ম্যাককার্টনির নাতি আর্থার ডোনাল্ডের সঙ্গে সম্পর্কেও ছিলেন। ২০২৫ সালের শেষ দিকে সেই সম্পর্ক শেষ হওয়ার পর শৈশবের বন্ধু চ্যাজের সঙ্গে তার নতুন পথচলা শুরু হলো।
ভিওডি বাংলা/জা






