গুলিস্তানে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ড

রাজধানীর গুলিস্তানে জিরো পয়েন্টে অবস্থিত খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে ভবনটির আটতলার ছাদে অবস্থিত একটি গোডাউনে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার অগ্নিকাণ্ডের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন লাগার খবর পাওয়ার পর বিকাল ৫টা ৩৩ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ঘিঞ্জি এলাকা এবং সড়কে মানুষের ভিড়ের কারণে শুরুতে পানির উৎস পেতে কিছুটা বেগ পেতে হলেও ফায়ার সার্ভিসের সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।
সর্বশেষ তথ্যানুযায়ী, বিকাল পৌনে ৬টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। নিরাপত্তার স্বার্থে পার্শ্ববর্তী ভবনগুলো থেকে মানুষজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হচ্ছে।
ভিওডি বাংলা/ এস/ আরিফ




