গুলিস্তানে খদ্দর বাজারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর গুলিস্তানে জিরো পয়েন্টে অবস্থিত খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৬৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এর আগে বিকেল ৫টা ২৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো।
শাহজাহান শিকদার আরও জানান, বাণিজ্যিক ভবনটির আটতলার ছাদে অবস্থিত একটি গোডাউনে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে মোট ৯টি ইউনিট কাজ করে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে জানানো হয়েছে, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভিওডি বাংলা/ এস/ আরিফ



