• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারেক রহমানের অপেক্ষায় স্মৃতিসৌধে লাখো নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক    ২৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৩১ পি.এম.
তারেক রহমানের জন্য সাভারের জাতীয় স্মৃতিসৌধে লাখো নেতাকর্মীদের অপেক্ষা। সংগৃহীত ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য সাভারের জাতীয় স্মৃতিসৌধে লাখো নেতাকর্মী অপেক্ষা করছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় স্মৃতিসৌধের সামনে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখা যায়।

ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড থেকে জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক পর্যন্ত লাখো নেতাকর্মী উপস্থিত হয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাভারে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ ছাড়া নেতাকর্মীরা বিভিন্ন ফেস্টুন, ব্যানার নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে মিছিল নিয়ে এসে জড়ো হয়েছেন।

জুমার নামাজ শেষে গুলশানের ১৯৬ নম্বর বাসা থেকে তিনি কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা দেন। বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর শেরে বাংলানগরে অবস্থিত জিয়া উদ্যানে সমাধি প্রাঙ্গণে তিনি আসেন।

পরে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। এসময় তার সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা।

বিকালে ৫টার দিকে সাভারের দিকে রওনা হন তিনি। তারেক রহমানের সঙ্গে রয়েছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারাসহ অসংখ্য নেতাকর্মী।

উল্লেখ্য বৃহস্পতিবার দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরেন তারেক রহমান। ওইদিন রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় দলের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। এরপর অসুস্থ মা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখান থেকে গুলশানের বাসভবনে ফেরেন।

ভিওডি বাংলা/ এস/ আরিফ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেড় যুগ পর বাবার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
দেড় যুগ পর বাবার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক রাষ্ট্র গঠন হবে
মির্জা ফখরুল তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক রাষ্ট্র গঠন হবে
ছাত্রশিবিরের নতুন সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম
ছাত্রশিবিরের নতুন সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম