ঘন কুয়াশা
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিট থেকে এই নৌরুটে সব ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিসি থেকে জানাযায় , নদীতে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করেই কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
দৌলতদিয়া ও পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে শত শত পণ্যবাহী ট্রাক, বাস ও ছোট যানবাহন আটকা পড়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। বিশেষ করে দূরপাল্লার যাত্রীবাহী বাস ও জরুরি পণ্য পরিবহনে কিছুটা বিঘ্ন সৃষ্টি হয়েছে।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আরও জানায়, কুয়াশার ঘনত্ব কমে গেলে নদীতে দৃশ্যমানতা স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে। এ বিষয়ে যাত্রী ও যানবাহন চালকদের ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়েছে।
ঘাট ঘুরে দেখা যায়, দৌলতদিয়ায় ৩টি ফেরিঘাটের পন্টুন ফাকা রয়েছে। কোনো ফেরিই দৌলতদিয়া প্রান্ত এলাকায় নেই। তবে ৩টি ঘাটের কাছেই অসংখ্য ছোট বড় যানবাহনের সারির সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগ দেখা দিয়েছে যাত্রীসহ চালকদের। বিশেষ করে প্রচন্ড শীতের মধ্যে পদ্মার পাড়ে আটকে থাকা যাত্রী চালকদের মধ্যে বয়স্কসহ শিশুরা পড়েছেন বেশি দুর্ভোগে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক, মো: সালাহউদ্দিন জানান, ঘন কুয়াশার কারণে শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ আছে। তবে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হবে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস জানান, ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। যাত্রী ও চালকদের নিরাপত্তার কথা ভেবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। চালক ও যাত্রীদের ছিনতাইকারীদের কবল থেকে রক্ষ পেতে নৌপুলিশ ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশ কাজ করবে বলেও জানান তিনি।
ভিওডি বাংলা/ আ






