• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাপ্তাহিক ছুটির দিন

আজ সারা দেশে ব্যাংক খোলা থাকবে

নিজস্ব প্রতিবেদক    ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:১১ এ.এম.
ছবি: সংগৃহীত

সাপ্তাহিক ছুটির দিন হলেও শনিবার (২৭ ডিসেম্বর) সারা দেশে তফসিলি ব্যাংকের সব শাখা খোলা রাখা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের জামানত ও ভোটার তালিকার সিডি কেনার অর্থ জমা দেওয়ার সুবিধার্থে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২৪ ডিসেম্বর) জারি করা এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মনোনয়নপ্রত্যাশী প্রার্থীরা যেন নির্বিঘ্নে ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে অর্থ জমা দিতে পারেন, সে লক্ষ্যে শনিবার ব্যাংক খোলা রাখা হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। এর আগে ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে সরকারি ছুটি ছিল এবং গতকাল ছিল শুক্রবার -ফলে টানা ছুটির কারণে লেনদেনে যেন সমস্যা না হয়, সে বিষয়টি বিবেচনায় রেখে বিশেষ এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সোনার দামে নতুন রেকর্ড, ভরিতে বাড়ল ৪১৯৯ টাকা
সোনার দামে নতুন রেকর্ড, ভরিতে বাড়ল ৪১৯৯ টাকা
একনেকে ৪৬ হাজার কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন
একনেকে ৪৬ হাজার কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন
বাংলাদেশ-জাপান ইপিএ আলোচনা সম্পন্ন
বাংলাদেশ-জাপান ইপিএ আলোচনা সম্পন্ন