কিয়েভে শক্তিশালী বিস্ফোরণ, সারা ইউক্রেনে এয়ার এলার্ট জারি

ইউক্রেনের রাজধানী কিয়েভে শক্তিশালী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে শহর। শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাশিয়া বড় ধরনের মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিটচকো টেলিগ্রামে এক পোস্টে বলেন, “রাজধানীতে বিস্ফোরণ হচ্ছে। আকাশ প্রতিরক্ষা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। সবাইকে শেল্টারে থাকার অনুরোধ করছি।”
ইউক্রেনের বিমানবাহিনী জানায়, রাজধানী কিয়েভসহ দেশের বিভিন্ন অঞ্চলের দিকে ড্রোন ও মিসাইল ধেয়ে আসছে। এ কারণে পুরো দেশজুড়ে এয়ার এলার্ট জারি করা হয়েছে।
বার্তাসংস্থা এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, তিনি একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং আকাশে কমলা রঙের আগুনের বিশাল কুণ্ডলি দেখেছেন।
এ হামলার সময়টিও গুরুত্বপূর্ণ। আগামী রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সেখানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা হতে পারে বলে জানা গেছে।
এর আগের দিন রাশিয়া অভিযোগ করে, জেলেনস্কি ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া শান্তি আলোচনা নস্যাৎ করার চেষ্টা করছেন।
এদিকে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধে একটি ২০ দফার শান্তি প্রস্তাবের খসড়া তৈরি করেছেন। এতে বলা হয়েছে, উভয় দেশ সম্মত হলে তাৎক্ষণিক যুদ্ধবিরতি কার্যকর হবে। রুশ সেনারা বর্তমানে যে অঞ্চলগুলো দখলে রেখেছে সেখানে থাকবে এবং ইউক্রেনের সেনারা পূর্বাঞ্চল থেকে সরে যাবে। সেখানে পরবর্তীতে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের প্রস্তাবও রয়েছে।
ভিওডি বাংলা/জা






