• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারেক রহমানের রাজনীতি ক্ষমতা নয়, ভোটের জন্য: ইশরাক

নিজস্ব প্রতিবেদক    ২৭ ডিসেম্বর ২০২৫, ১২:১৪ পি.এম.
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন-ছবি-ভিওডি বাংলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি নতুন ও পরিবর্তিত রাজনৈতিক ধারার প্রত্যাশা করছেন দেশবাসী এমন মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে সাংবাদিকদেরকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে অতীতে যে চর্চা দেখা গেছে, তার বাইরে গিয়ে তারেক রহমান একটি ভিন্নধর্মী, শান্তিপূর্ণ ও ইনক্লুসিভ রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করছেন।

পাঁচ তারিখে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা দেশত্যাগের পর তারেক রহমানের প্রথম বক্তব্যেই শান্তির বার্তা ছিল উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, তিনি বলেছিলেন বিজয়ীদের হাতে যদি পরাজিতরা নিরাপদ থাকে, তবেই সেই বিজয় মহিমান্বিত হয়। পরবর্তীতেও আমরা তার ধারাবাহিকতা দেখেছি।

ইশরাক হোসেন আরও বলেন, তারেক রহমান বারবার শান্তি-শৃঙ্খলা বজায় রেখে গণতান্ত্রিক উত্তরণের পথে কাজ করে যাচ্ছেন। পাঁচ তারিখের পর জাতীয় সরকার গঠনের বিভিন্ন আলোচনা শোনা গেলেও তারেক রহমান কখনোই ক্ষমতার রাজনীতিতে বিশ্বাস করেন না। তিনি ভোটের রাজনীতি করেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেও এখন আর শুধু একটি দলের নেতা নন, তিনি বাংলাদেশের নেতা বলেন ইশরাক।

তিনি জোর দিয়ে বলেন, বিএনপি ক্ষমতার লোভে রাজনীতি করে না। যদি তা করত, তাহলে দল আজও ক্ষমতায় থাকত এবং দলের নেত্রীকে কারাবরণ করতে হতো না।
তারেক রহমানের বক্তব্যের শেষ অংশ উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, ‘তিনি বলেছেন  আই হ্যাভ-এ প্লান এর অর্থ আকাশছোঁয়া কল্পনা নয়, বরং বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য পরিকল্পনা। আমাদের বিদ্যমান অর্থনৈতিক সক্ষমতার মধ্যে থেকেই যেকোনো সেক্টরের সমস্যার সমাধানে তার পরিকল্পনা রয়েছে।’

তিনি জানান, তারেক রহমান বিভিন্ন বুদ্ধিজীবী ও বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে দেশের সমস্যাগুলো চিহ্নিত করছেন এবং সেগুলোর সমাধানে কাজ করে যাচ্ছেন। এই রাজনীতি হবে অন্তর্ভুক্তিমূলক, যেখানে সবাই সুযোগ পাবে।

ইশরাক হোসেন বলেন, আমরা তার পাশে থেকে যে দায়িত্ব আমাদের দেওয়া হচ্ছে, তা নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পঙ্গু হাসপাতালে যাচ্ছেন না তারেক রহমান
পঙ্গু হাসপাতালে যাচ্ছেন না তারেক রহমান
হাদির সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
হাদির সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
হাদি'র কবর জিয়ারতের উদ্দেশে রওনা হলেন তারেক রহমান
হাদি'র কবর জিয়ারতের উদ্দেশে রওনা হলেন তারেক রহমান