• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অবসরে গেলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

নিজস্ব প্রতিবেদক    ২৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪৮ পি.এম.
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ-ছবি-ভিওডি বাংলা

সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হওয়ায় দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আজ (২৭ ডিসেম্বর) অবসরে গেলেন। রোববার (২৮ ডিসেম্বর) ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করবেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

ড. সৈয়দ রেফাত আহমেদ ১৯৫৮ সালে জন্মগ্রহণ করেন। ১৯৮৬ সালে হাইকোর্টে এবং ২০০২ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালে তিনি হাইকোর্টের বিচারক হিসেবে নিয়োগ পান। দেশের ইতিহাসে তিনি একমাত্র বিচারপতি, যিনি হাইকোর্ট থেকে সরাসরি প্রধান বিচারপতি হন।

গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ১০ আগস্ট প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এক বছর সাড়ে চার মাস দায়িত্ব পালন শেষে আজ অবসরে গেলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী
দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী
২৮৬ মিথ্যা মামলায় আসামি করা হয়েছিল সাড়ে ৪ লাখ
২৮৬ মিথ্যা মামলায় আসামি করা হয়েছিল সাড়ে ৪ লাখ
ট্রাইব্যুনালে বাজানো হলো সালমান-আনিসুলের ফোনালাপ
ট্রাইব্যুনালে বাজানো হলো সালমান-আনিসুলের ফোনালাপ