• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

২০২৫

আলোচিত সেরা ১২ গান

বিনোদন ডেস্ক    ২৭ ডিসেম্বর ২০২৫, ০১:০৩ পি.এম.
জেফার, প্রীতম ও দোলা। ছবি-সংগৃহীত

২০২৫ সাল জুড়ে বাংলাদেশের সংগীতাঙ্গন পেয়েছে অনেক নতুন গান। এর মধ্যে রয়েছে চলচ্চিত্র, ওটিটি, নাটক কিংবা কোক স্টুডিও বাংলার গান। এগুলোর মধ্য থেকে কিছু গান শ্রোতাদের মাঝে আলোড়ন তুলেছে। কিছু শীর্ষে রয়েছে ভিউয়ের কারণে। বিভিন্ন মাধ্যমে প্রকাশিত সেসব গান থেকে বছরজুড়ে আলোচিত সেরা ১২ গান নিয়ে এই আয়োজন। 

'চাঁদমামা'
'বরবাদ' সিনেমার 'চাঁদমামা' গানটি বছরের সবচেয়ে আলোচিত গানের তালিকায় শীর্ষে রয়েছে। গানটি গেয়েছেন প্রীতম হাসান ও অদিতি রহমান দোলা। গানটির সুর ও সংগীত করেছেন প্রীতম হাসান। 

'লিচুর বাগানে'
'তাণ্ডব' সিনেমার 'লিচুর বাগানে' এ বছরের অন্যতম আলোচিত গান। এর সুর, সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম, জেফার, মঙ্গল মিয়া ও আলেয়া বেগম।

'মহাজাদু'
হাবিব ওয়াহিদ ও মেহেরনিগরি রুস্তমের কণ্ঠে 'মহাজাদু' গানটি বেশ আলোচিত হয়েছে। কোক স্টুডিও বাংলার এই গানটি প্রকাশ হওয়ার পর সব ধরনের দর্শক গানটি বেশ পছন্দ করেছেন। 

'গুলবাহার'
'গুলবাহার' গানটি বছরের আলোচিত ও প্রশংসিত গান। গানের কথা ও সুর করেছেন ঈশান মজুমদার। গানটিতে কণ্ঠ দিয়েছেন ঈশান মজুমদার ও শুভেন্দু দাস শুভ। শিল্পীর ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত গানটির ভিউ ৩ কোটির বেশি।

'কন্যা' 
'জ্বীন-৩' সিনেমার 'কন্যা' গানটি দর্শক-শ্রোতাদের মাঝে বেশ আলোচিত হয়েছে। গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন ইমরান ও কনা। কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। গানের সুর ও সংগীতায়োজন করেন ইমরান। 

'আমার দিনগুলো সব যায় হারিয়ে আঁধারে'
হাবিব ওয়াহিদ ও ন্যানসির দ্বৈতকণ্ঠে 'হৃদয়ের কথা' নাটকের 'আমার দিনগুলো সব যায় হারিয়ে যায় আঁধারে' গানটি বেশ আলোচিত হয়েছে। গানের কথা লিখেছেন আহমেদ রিজভী। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান।

‘বাজি'
দর্শকনন্দিত কণ্ঠশিল্পী ইমন চৌধুরী ও হাশিম মাহমুদের কণ্ঠে কোক স্টুডিও বাংলার 'বাজি' গানটি শ্রোতাদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। 

'মহামায়া'
'বরবাদ' সিনেমায় গানটিতে কণ্ঠ দিয়েছেন মাঈনুল আহসান নোবেল। সোমেশ্বর অলির কথায় গানটির সুর করেছেন খায়রুল ওয়াসী, সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন।

'মায়াবী'
 'বরবাদ' সিনেমায় কোনাল ও ইমরানের দ্বৈত কণ্ঠে 'মায়াবী' গানটিও শ্রোতাদের মধ্যে বেশ আলোচিত হয়েছে। 

'বন্ধু গো শোনো'
'জংলি' সিনেমায় প্রিন্স মাহমুদের সুরে 'বন্ধু গো শোনো' গানটি চলতি বছরের প্রশংসিত গানের তালিকায় রয়েছে। গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন ইমরান ও কনা। 

'তুই আমার আলতা চুড়ি না'
নতুন প্রজন্মের কণ্ঠশিল্পী সানজিদা রিমির কণ্ঠে 'তুই আমার আলতা চুড়ি না' গানটির মিউজিক ভিডিও শ্রোতাদের মাঝে বেশ আলোচিত হয়েছে। গানের কথা লিখেছেন নূরে আলম মামুন, সুর করেছেন আফনান অন্তর। সংগীতায়োজন করেছেন আহমেদ সজীব। 

'চুড়ি ছাম ছাম'
শিল্পী লুইপার কণ্ঠে 'চুড়ি ছাম ছাম' গানের মিউজিক ভিডিও বছর শেষে বেশ আলোচিত হয়েছে। গানটির কথা লিখেছেন সিফাত আব্দুল্লাহ, সুর ও সংগীতায়োজন করেছেন তানভীর।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক দিনে গ্রেপ্তার ৮২৩ জন
‎অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এক দিনে গ্রেপ্তার ৮২৩ জন
হাদিকে গুলি  হত্যাচেষ্টায় আরও গ্রেপ্তার ২
হাদিকে গুলি  হত্যাচেষ্টায় আরও গ্রেপ্তার ২
মা–মেয়ের নৃশংস হত্যা: পুলিশের সন্দেহ প্রশিক্ষিত কিলার
মোহাম্মদপুর মা–মেয়ের নৃশংস হত্যা: পুলিশের সন্দেহ প্রশিক্ষিত কিলার