• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভোটার হতে নির্বাচন কমিশনে তারেক রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক    ২৭ ডিসেম্বর ২০২৫, ০১:১২ পি.এম.
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি-সংগৃহীত

আগের দুদিন তাকে বুলেট প্রুফ বাসে চড়তে দেখা গেলেও আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাদা রঙের একটি এসইউভিতে চড়েছেন। শাহবাগে শরিফ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুরে তিনি প্রধান নির্বাচন কমিশন ভবনে গিয়ে ভোটার তালিকায় নাম লেখান।

আঙুলের ছাপ, আইরিশের প্রতিচ্ছবি আর অন্যান্য বায়োমেট্রিক তথ্য দেওয়ার পর বিএনপি নেতা তারেক রহমানের এনআইডি পেতে ‘সর্বোচ্চ একদিন লাগবে’ বলে জানিয়েছেন এনআইডি উইংয়ের ডিজি এ এস এম হুমায়ুন কবীর।

সংসদ নির্বাচনে অংশ নিতে ভোটার হওয়ার বাধ্যবাধকতা রয়েছে; এ শর্ত পূরণে দেশের যেকোনো নির্বাচনি এলাকার ভোটার হলেই চলে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ সময় হচ্ছে ২৯ ডিসেম্বর।

ইতোমধ্যে বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তরফে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। মনোনয়নপত্র জমার সময় প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

এদিন হাদির কবরে শ্রদ্ধা-মোনাজাত শেষে সেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে শ্রদ্ধা জানান তারেক রহমান।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খান, উপ উপাচার্য মামুন আহমেদ, শিক্ষক নেতা মোর্শেদ হাসান খানসহ শিক্ষকরা।

এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, ছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল, ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির উপস্থিত ছিলেন।

এর আগে বেলা ১০টা ৪০ মিনিটে গুলশানের ১৯৬ নম্বর বাড়ি থেকে তারেক রহমানের গাড়ি বহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা দেয়। বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি নেতা জাতীয় কবির সমাধি প্রাঙ্গণে পৌঁছান। নির্বাচন ভবনের আনুষ্ঠানিকতা সেরে তারেক রহমান ধানমন্ডিতে শ্বশুরবাড়ি যাবেন। বিকালে মাকে দেখতে তিনি এভারকেয়ার হাসপাতালে যাবেন।

যুক্তরাজ্যে দেড় দশকের নির্বাসিত জীবন কাটিয়ে বৃহস্পতিবার দেশে ফেরা তারেক রহমান সেদিন সংবর্ধনা, বক্তৃতা শেষে মা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান। পরদিন বিকালে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমানের রাজনীতি ক্ষমতা নয়, ভোটের জন্য: ইশরাক
তারেক রহমানের রাজনীতি ক্ষমতা নয়, ভোটের জন্য: ইশরাক
১৯৬ নম্বর বাড়ির ঠিকানায় ভোটার হচ্ছেন তারেক রহমান
গুলশান ২ ১৯৬ নম্বর বাড়ির ঠিকানায় ভোটার হচ্ছেন তারেক রহমান
পঙ্গু হাসপাতালে যাচ্ছেন না তারেক রহমান
পঙ্গু হাসপাতালে যাচ্ছেন না তারেক রহমান