তারেক রহমান ও জাইমার জাতীয় পরিচয়পত্র নিবন্ধন সম্পূর্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার (২৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনে (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম সম্পন্ন করেছেন। দুপুর ১টায় ইসিতে পৌঁছে তিনি নিজ হাতে এনআইডি কার্যক্রম শেষ করেন।
এর আগে তিনি ঢাকার গুলশান এলাকার অনলাইন ফরম পূরণ করেন এবং তার মেয়ে জাইমা রহমানও একইদিনে ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন করেন।

সকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন। এরপর তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর ভোটার নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে রওনা হন। তার আগমনের খবর নিয়ে শাহবাগ মোড় ও আশপাশে বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
গত বৃহস্পতিবার দেশে ফেরার পর তারেক রহমান জিয়াউর রহমানের কবর জিয়ারত ও সমর্থকদের অভ্যর্থনা গ্রহণ করেন। এছাড়া সাভারে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
ভিওডি বাংলা/ এমএইচ




