• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী

স্পোর্টস ডেস্ক    ২৭ ডিসেম্বর ২০২৫, ০১:৫৬ পি.এম.
ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি-ছবি-ভিওডি বাংলা

বিপিএলে মাঠে অনুশীলনের সময় হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর মারা যান ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি।

বিপিএলের দ্বাদশ আসরে নিজেদের প্রথম ম্যাচে শনিবার (২৭ ডিসেম্বর) রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নেমেছে ঢাকা ক্যাপিটালস।

ম্যাচের আগে সিলেটে অনুশীলন করেছিল ঢাকা। যেখানে খেলোয়াড়দের অনুশীলন তদারকি করছিলেন সহকারী কোচ মাহমুব আলম জাকি। 

এ সময় হঠাৎ তিনি মাঠে মুখ থুবড়ে পড়েন। দ্রুতই তাকে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসাটেশন) দেওয়ার পর হাসপাতালে পাঠানো হয়। কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিসিবির একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

ফ্র্যাঞ্চাইজির সূত্র জানায়, অ্যাম্বুলেন্সে শ্বাস-প্রশ্বাস সচল থাকলেও হাসপাতালে পৌঁছালে তার পালস পাওয়া যায়নি। বিসিবি এই তথ্য নিশ্চিত করেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা বাফুফের
১৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা বাফুফের
১৪ বছরেই বিশ্বরেকর্ড: ডি ভিলিয়ার্সকে ছাড়াল বৈভব
১৪ বছরেই বিশ্বরেকর্ড: ডি ভিলিয়ার্সকে ছাড়াল বৈভব
আর্জেন্টিনার বর্ষসেরা অ্যাঙ্গেল ডি মারিয়া
আর্জেন্টিনার বর্ষসেরা অ্যাঙ্গেল ডি মারিয়া