হাবিবুর রশিদ
ভোটাধিকার নিশ্চিত হলেই রাষ্ট্রের মালিক হবে জনগণ

জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়াই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন ঢাকা-৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, ভোটের মালিকানা নিশ্চিত না হলে রাষ্ট্রের মালিকানাও জনগণের হাতে ফিরে আসবে না।
শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর গোড়ানে সোনালী সকাল, সোনালী প্রভাত, গোড়ান ক্রীড়া ও শরীর চর্চা পরিষদ এর উদ্যোগে
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
হাবিবুর রশিদ হাবিব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যেই স্পষ্ট করে বলেছেন ‘উই হ্যাভ এ প্ল্যান। বিএনপি কেবল স্বপ্ন দেখায় না, বরং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য জাতীয়ভাবে সুপরিকল্পিত কর্মসূচি গ্রহণ করেছে।’
তিনি বলেন, ‘আজ দেশের মানুষ তাদের ভোটাধিকার, মৌলিক অধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা হারিয়েছে। জনগণ যদি বুঝতে পারে যে তাদের ভোটেই তাদের অধিকার প্রতিষ্ঠিত হয়, তাহলেই তারা প্রকৃত অর্থে রাষ্ট্রের মালিকানা ফিরে পাবে।’
হাবিব আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির মধ্যেই জনগণের প্রতি জবাবদিহিতা তৈরি হয়। বিএনপি ক্ষমতায় গেলে নির্বাচনের পর থেকেই জনপ্রতিনিধিদের জনগণের সামনে জবাবদিহি করতে হবে।
ঢাকা-৯ আসনের এই প্রার্থী বলেন, আগামী দিনের বাংলাদেশ কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর নয়, বরং ১৮ কোটি মানুষের বাংলাদেশ হবে।‘আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে সবাই সমানভাবে দেশের মালিক হবে এবং সবাই এক কাতারে দাঁড়াতে পারবে,’ বলেন তিনি।
স্থানীয় উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগই হবে বিএনপির রাজনীতির ভিত্তি। জনপ্রতিনিধির সঙ্গে দেখা করতে কোনো মধ্যস্থতা বা বিশেষ মাধ্যমে প্রয়োজন হবে না। আমি নেতা হতে চাই না, আপনাদের ভাই হতে চাই, সহযোদ্ধা হতে চাই।
তিনি অতীতের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, যারা অতীত থেকে শিক্ষা নেয় না, তাদের পরিণতি বারবার একই হয়। সে কারণে বিএনপি যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে নেতৃত্ব গড়ে তুলতে চায়, যেখানে ব্যর্থ হলে নতুন নেতৃত্ব সামনে আসার সুযোগ পাবে।
দেশের বিদ্যমান অর্থনৈতিক সংকট ও অন্যান্য সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, স্বল্প সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করেই দেশের মানুষের সর্বোচ্চ কল্যাণ সাধন করা হবে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সেই লক্ষ্যেই কাজ করছে বলে তিনি দাবি করেন।
তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “জনতা সবার আগে, বাংলাদেশ সবার আগে এই নীতিতেই আমরা রাজনীতি করতে চাই।
ভিওডি বাংলা/ এএইচএস/ আরিফ



