• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিপিজের মানববন্ধন:

সাংবাদিক নুরুল কবিরকে হেনস্থার প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক    ২৭ ডিসেম্বর ২০২৫, ০২:৪২ পি.এম.
দৈনিক প্রথম আলো-ডেইলি স্টারে হামলা, অগ্নিসংযোগ ও নুরুল কবির হেনস্তার প্রতিবাদে বিপিজে-এর মানববন্ধন-ছবি-ভিওডি বাংলা

দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিস সামলা অগ্নিসংযোগ এবং সাংবাদিক নুরুল কবিরকে হেনস্তা করার প্রতিবাদে মানববন্ধন করে বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন( বিপিজেএ)

শনিবার (২৭ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

বিপিজেএর সভাপতি একে এম মহসীনের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণী চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, প্রথম আলোর উপসম্পাদক লাজ্জাত এনাব মহছি, আমার দেশ পত্রিকার চিফ রিপোর্টার বাছির জামাল, সংগঠনের সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, সিনিয়র ফটোসাংবাদিক, বুলবুল আহমেদ আনিসুল ইসলাম ও প্রচার সম্পাদক মো. সৌরভসহ বিপিজেএ সদস্যরা।

মানববন্ধনে  কাদের গণী চৌধুরী বলেন, ‘সরকার যদি প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার বিচার না করে, তাদের গায়ে কলঙ্কের তিলক থাকবে।’

প্রথম আলো ও ডেইলি স্টারে ন্যাক্কারজনক হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব বলেন, ‘প্রথম আলো ও ডেইলি স্টারে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেছি। অসহায় সাংবাদিকরা প্রাণ বাঁচাতে ছোটাছুটি করছে। ডেইলি স্টারের ছাঁদের উপরে আশ্রয় নিয়েছে একজন বোন। তার সেই দিনের কাকুতি মিনতি বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। এ দৃশ্য আমরা দেখতাম উনিশশো একাত্তরে।  এ কেমন সভ্যতা! এ কেমন মানবতা!’

তিনি আরও বলেন, ‘যে মানুষকে পুড়িয়ে মারে, তাকে সভ্যতা বলবো কীভাবে? মানবতা বলবো কীভাবে? এটা গণতন্ত্রের উপর হামলা। এ কর্মকান্ডকে আমি রাষ্ট্র দ্রোহ কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করতে চাই। কোন দেশপ্রেমিক, সভ্য মানুষ, যার মধ্যে ন্যূনতম মনুষ্যত্ব বোধ আছে। তারা এ কাজ করতে পারে না। এসব রাষ্ট্রদ্রোহীদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য সরকারকে আহ্বান জানাই। না হয়, এ অপকর্ম বাড়তে-ই থাকবে।  

অনেকে বলছে, নয়াদিগন্ত ও আমার দেশে হামলা হয়েছে। তার জন্য তো এদেশের মানুষ জীবন-রক্ত দিয়ে তাদের দেশ থেকে তাড়িয়েছে। তাদের কালিমা আমরা মুছে দিচ্ছি না। মানুষ তো বলবে, তাদের চাইতেও তুমি খারাপ করছো। 

বাংলাদেশের মর্ম মূলে আঘাত জানিয়ে তিনি বলেন, আমরা চাই না, আর কোন গণমাধ্যমের উপর আঘাত আসুক। আমরা চাই না আর কোন সংবাদ মাধ্যমের কর্মীর উপর আঘাত আসুক। আমরা বাক স্বাধীনতা চাই। আমরা গণমাধ্যমের স্বাধীনতা চাই। আমরা একটা মানবিক বাংলাদেশ চাই। সাংবাদিকরাই সাংবাদিকতাকে বাঁচাতে পারে।  তাই আমাদের প্রয়োজন ঐক্যবদ্ধতা। 

এ আঘাত প্রথম আলো ও ডেইলি স্টারের উপর না, এটা বাংলাদেশের মর্ম মূলে আঘাত। বিচারহীনতার সংস্কৃতি তৈরি করার ফলে এ ধরনের হামলাকারীরা সুযোগ পায়। আমরা চাই না, আর কোন গণমাধ্যমের উপর হামলা হোক। সবশেষে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।  

অন্যান্য বক্তরা বলেন, গণমাধ্যমে আঘাত করা মানে স্বাধীন সাংবাদিকতা, গণতন্ত্র ও বাংলাদেশের নির্বাচন বানচাল করার একটা চক্রান্ত। বিগত সময়ে আমরা দেখেছি, কেউ কোন আক্রমণ করলে হেলমেট পরে আসতো। এবারের আক্রমণে তারা মুখ খোলা রেখেই এসেছে। কারণ তারা জানে, তাদের কিছুই হবে না। এ হামলাকারীদের মুখের পেছনের মুখ খুঁজে বের করতে হবে। আমাদের মুখ বন্ধ না শুধু, গলা কাটার পরিকল্পনা হচ্ছে বলে মনে করছেন তারা।

আমার দেশ পত্রিকার চিফ রিপোর্টার বাছির জামাল বলেন, ‘বিজয় দিবসের মাসে প্রথম আলো ও ডেইলি স্টারের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পত্রিকার উপর হামলা হয়েছে। এ হামলা হলে কারা ক্ষতিগ্রস্ত হবে? দেশ ক্ষতিগ্রস্ত হবে। গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। সরকারের কাছে আবেদন আসামিদের কঠিন শাস্তি দেন। আর যেন কেউ এ ধরনের হামলা করতে না পারে। উগ্র জঙ্গিবাদ নিপাত যাক। গণতন্ত্র উত্তোরণ হলে মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে।

বিপিকে সভাপতি এ কে মহসিন বলেন, ‘গত ১৫ বছরে ফ্যাসিস্ট আন্দোলনে গণমাধ্যমে ভূমিকা ছিল অপরিসীম। ফ্যাসিস্ট আন্দোলনে গণমাধ্যম কর্মীরা রক্ত ও জীবন দিয়েছে। সেই গণমধ্যম-এর উপর হামলা এটা কোনভাবেই মেনে নেওয়া যায় না।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হামলার ঘটনায় বিএফইউজে ও ডিইউজের নিন্দা ও প্রতিবাদ
প্রথম আলো ও ডেইলি স্টার হামলার ঘটনায় বিএফইউজে ও ডিইউজের নিন্দা ও প্রতিবাদ
সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীরকে হেনস্তা
সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীরকে হেনস্তা
জাতীয় প্রেসক্লাবের নির্বাচন স্থগিত
জাতীয় প্রেসক্লাবের নির্বাচন স্থগিত