• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

আন্তর্জাতিক ডেস্ক    ২৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৭ পি.এম.
ফিলিস্তিনিকে এটিভি দিয়ে ধাক্কা দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবি: সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরে নামাজরত এক ফিলিস্তিনি ব্যক্তির ওপর বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) এক রিজার্ভ সেনা সিভিল পোশাকে এটিভি চালিয়ে এসে সিজদারত অবস্থায় থাকা ব্যক্তিকে সজোরে ধাক্কা দেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

আক্রান্ত ব্যক্তির বাবা মাজিদি আবু মোখো জানান, তার ছেলের ওপর গাড়ি চালানোর পাশাপাশি চোখে পিপার স্প্রে ছিটানো হয়। বর্তমানে তিনি বাড়িতে চিকিৎসাধীন থাকলেও দুই পায়ে গুরুতর আঘাত পেয়েছেন।

এই ঘটনার পর আইডিএফ অভিযুক্ত সেনাকে সাময়িক অব্যাহতি দিয়ে পাঁচ দিনের জন্য গৃহবন্দী করেছে। তবে স্থানীয়দের দাবি, ওই সেনা একজন উগ্রপন্থী বসতি স্থাপনকারী, যিনি দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ চৌকি বসিয়ে গ্রামবাসীদের হুমকি দিয়ে আসছিলেন।

জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সাল পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার দিক থেকে সবচেয়ে সহিংস বছর হিসেবে রেকর্ড হয়েছে। সাধারণ নাগরিকদের ওপর এ ধরনের হামলা এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।

এদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া সংঘাত এখন তৃতীয় বছরে পা দিতে যাচ্ছে। টানা যুদ্ধের ফলে গাজায় প্রায় ৭১ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য। বিশ্বনেতারা সাম্প্রতিক এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চোরাই তেলবাহী বিদেশি ট্যাংকার জব্দ করেছে ইরান
চোরাই তেলবাহী বিদেশি ট্যাংকার জব্দ করেছে ইরান
রাশিয়ার তেল শোধনাগারে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্রের আঘাত
রাশিয়ার তেল শোধনাগারে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্রের আঘাত
পূর্ব মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ১০
আহত ৩২ পূর্ব মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ১০