• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাংশা

আনন্দমুখর পরিবেশে স্বজন মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ২৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৮ পি.এম.
স্বজন মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশায় স্বজন মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। স্বজন মেধা বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৭ ডিসেম্বর) পাংশা পৌর শহরের মৈশালা এলাকায় স্বজন চাইল্ড কেয়ার কিন্ডার গার্টেনে পরীক্ষাটি নেয়া হয়। সকাল ৯টা থেকে শুরু হয়ে তিন শিফটে পরীক্ষা নেয়া হয়।

এ বছর বৃত্তি পরীক্ষায় অফলাইনে ৩৮০ জন এবং অনলাইনে ২১০ জনসহ মোট ৫৯০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষাটি প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য নেওয়া হয়।

পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে পরীক্ষার শুরুতে শুধুমাত্র পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়। এ সময় অভিভাবকরা কেন্দ্রের বাইরে অপেক্ষা করেন।

পরীক্ষায় ৮০ নম্বরের অধিক প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তিপ্রাপ্ত হিসেবে নির্বাচিত করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদেরকে নিয়ে আগামী ৩১ জানুয়ারি একটি সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হবে বলে আয়োজকরা জানান। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদপত্র, ক্রেস্ট ও উপহারসামগ্রী প্রদান করা হবে।

স্বজন মেধা বৃত্তি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও স্বজন চাইল্ড কেয়ার কিন্ডার গার্টেনের পরিচালক মিসেস স্বজনী আলিম জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়ালেখায় আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বিগত চার বছর ধরে নিয়মিতভাবে এই মেধা বৃত্তি পরীক্ষা আয়োজন করা হচ্ছে।

এসময় বাইরে অপেক্ষামান অভিভাবকরা পরীক্ষার পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, পরীক্ষায় অংশগ্রহণই মূল বিষয়, এতে শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণে মনোযোগ সৃষ্টি করবে। তাই আমরা আমাদের সন্তানদেরকে এই পরীক্ষায় অংশগ্রহণ করিয়েছি। যারা এই পরীক্ষার আয়োজন করেছেন তাদেরকে সাধুবাদ জানাচ্ছি।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটির আরেকটি অঙ্গ প্রতিষ্ঠান স্বজন ক্যাডেট স্কুল এন্ড মাদরাসা চলতি বছরই যাত্রা শুরু করেছে, যা এলাকায় মানসম্মত শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। শিক্ষা বিস্তারে মিসেস স্বজনী আলিমের স্বপ্নের প্রতিষ্ঠান স্বজন চাইল্ড কেয়ার কিন্ডার গার্টেন দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

ভিওডি বাংলা/ এস কে পাল সমীর/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমারখালীতে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
কুমারখালীতে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
রাজারহাটে ঘনকুয়াশা ও কনকনে ঠান্ডায় জনজীবন স্থবির
বন্ধ শীতবস্ত্র বিতরণ রাজারহাটে ঘনকুয়াশা ও কনকনে ঠান্ডায় জনজীবন স্থবির
গভীর রাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ইউএনও
মধুপুর গভীর রাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ইউএনও