কুমারখালীতে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

কুষ্টিয়া কুমারখালীতে তীব্র শীতে উষ্ণতা ছড়াতে অসহায় ও প্রতিবন্ধী ব্যাক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার সময় প্রবাসী বন্ধু ও রাজ সাহার সহযোগিতায় কুমারখালী খয়েরচারা প্রতিবন্ধী সংগঠনের কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন, প্রতিবন্ধী সংগঠনের সভাপতি সুকুমার বিশ্বাস, প্রতিবন্ধী সংগঠনের সাংগঠনিক সম্পাদক মুক্তি বিশ্বাস, সংগঠনের সদস্য হাসান আলী, সংগঠনের সদস্য স্বর্ণা বিশ্বাস সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই সময় উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, শীতার্তদের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। পরে অতিথিরা ২০০ শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।
ভিওডি বাংলা/ মোশাররফ হোসেন/আ





