• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকা-১৭ আসনে ভোটার হলেন তারেক রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক    ২৭ ডিসেম্বর ২০২৫, ০৪:১৭ পি.এম.
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি-সংগৃহীত

রাজধানীর ঢাকা-১৭ আসনের ভোটার হিসেবে জাতীয় ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে উপস্থিত হয়ে ছবি তুলে ও আঙুলের ছাপ (বায়োমেট্রিক) প্রদান করে ভোটার নিবন্ধনের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারেক রহমান। এর আগে তিনি অনলাইনের মাধ্যমে ভোটার হওয়ার আবেদন করেছিলেন।

ইসি সূত্র জানায়, তারেক রহমান রাজধানীর গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ড থেকে ভোটার হিসেবে নিবন্ধিত হচ্ছেন, যা ঢাকা-১৭ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর সর্বনিম্ন ৭ থেকে ৮ ঘণ্টা এবং সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যেই তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রস্তুত হয়ে যাবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোটাধিকার নিশ্চিত হলেই রাষ্ট্রের মালিক হবে জনগণ
হাবিবুর রশিদ ভোটাধিকার নিশ্চিত হলেই রাষ্ট্রের মালিক হবে জনগণ
তারেক রহমান ও জাইমার জাতীয় পরিচয়পত্র নিবন্ধন সম্পূর্ণ
তারেক রহমান ও জাইমার জাতীয় পরিচয়পত্র নিবন্ধন সম্পূর্ণ
ভোটার হতে নির্বাচন কমিশনে তারেক রহমান
ভোটার হতে নির্বাচন কমিশনে তারেক রহমান