• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জাপানে তুষারপাতে এক্সপ্রেসওয়ে দুর্ঘটনায় নিহত ১, আহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক    ২৭ ডিসেম্বর ২০২৫, ০৪:২১ পি.এম.
জাপানের গুনমা প্রিফেকচারে কান-এৎসু এক্সপ্রেসওয়েতে তুষারপাত-ছবি : সংগৃহীত

জাপানের গুনমা প্রিফেকচারে কান-এৎসু এক্সপ্রেসওয়েতে তুষারপাতের কারণে ঘটে যাওয়া ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় কমপক্ষে ১ জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় ৫০টিরও বেশি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এতে বলা হয়েছে, জাপানে বছরশেষের ছুটির মৌসুম শুরু হয়েছে। এর মাঝেই তুষারপাতের কারণে একটি মহাসড়কে একের পর এক গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে।

দেশটির গুনমা প্রিফেকচারের হাইওয়ে পুলিশ বলেছে, রাজধানী টোকিও থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমের মিনাকামি শহরে দু'টি ট্রাকের মাধ্যমে একের পর এক গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। কান-এৎসু এক্সপ্রেসওয়েতে ওই দুই ট্রাকের সংঘর্ষের পর অন্যান্য গাড়িও এতে আছড়ে পড়ে।

পুলিশ বলছে, দুর্ঘটনায় টোকিওর বাসিন্দা ৭৭ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। আহত ২৬ জনের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

গুনমা প্রিফেকচারের পুলিশ বলেছে, ট্রাক দুটির সংঘর্ষের পর এক্সপ্রেসওয়ের কিছু অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পেছন থেকে আসা অন্যান্য সব গাড়ি তুষারে ঢাকা সড়কে ব্রেক করতে না পেরে একের পর এক ধাক্কা খায়। এতে ৫০টিরওি বেশি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দেশটির সংবাদমাধ্যম বলছে, কান-এৎসু এক্সপ্রেসওয়ের দুর্ঘটনাস্থলের একেবারে শেষ প্রান্তে আগুনের সূত্রপাত হয়; যা এক ডজনের বেশি যানবাহনে ছড়িয়ে পড়ে। এর মধ্যে কয়েকটি যানবাহন পুরোপুরি পুড়ে যায়।

পুলিশ বলেছে, আগুনে কেউ আহত হননি এবং প্রায় সাত ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এর আগে, দেশটির আবহাওয়া বিভাগ শুক্রবার গভীর রাতে ভারী তুষারপাতের বিষয়ে সতর্কতা জারি করে। সাধারণত প্রত্যেক বছর বহু জাপানি নববর্ষের ছুটি শুরু করেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চোরাই তেলবাহী বিদেশি ট্যাংকার জব্দ করেছে ইরান
চোরাই তেলবাহী বিদেশি ট্যাংকার জব্দ করেছে ইরান
রাশিয়ার তেল শোধনাগারে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্রের আঘাত
রাশিয়ার তেল শোধনাগারে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্রের আঘাত
পূর্ব মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ১০
আহত ৩২ পূর্ব মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ১০