• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজবাড়ীতে কোরআন ছবক ও কোর্স সমাপনী সনদ বিতরণ

রাজবাড়ী প্রতিনিধি    ২৭ ডিসেম্বর ২০২৫, ০৪:২২ পি.এম.
রাজবাড়ীতে কোরআন ছবক ও কোর্স সমাপনী সনদ বিতরণ। ছবি: ভিওডি বাংলা

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নের লক্ষ্যে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন ছবক ও কোর্স সমাপনী সনদ বিতরণ করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ীর উদ্যোগে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ীর উপ-পরিচালক এস এম হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর লজ্জাতুননেচ্ছা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা হেমায়েত উদ্দিন এবং ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ীর ফিল্ড অফিসার ফিরোজ আল মামুন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ীর ফিল্ড সুপারভাইজার মাওলানা আব্দুর রশীদ। শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআনের ছবক তুলে দেন ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ীর শিক্ষক প্রশিক্ষক মাওলানা গোলাম মওলা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ীর সদর উপজেলা মডেল কেয়ারটেকার মাওলানা মো. আনাছ খান মাদানী।

এসময় বক্তারা বলেন, কোরআন শিক্ষার মাধ্যমে শিশুদের নৈতিকতা, শালীনতা ও মানবিক গুণাবলি বিকাশ লাভ করে। মসজিদভিত্তিক এই শিক্ষা কার্যক্রম ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উল্লেখ্য, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ীর তত্ত্বাবধানে জেলার বিভিন্ন সহজ কোরআন শিক্ষা কেন্দ্রে ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের কোরআন ছবক প্রদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ভিওডি বাংলা/ কামাল হোসেন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আনন্দমুখর পরিবেশে স্বজন মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
পাংশা আনন্দমুখর পরিবেশে স্বজন মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাজারহাটে ঘনকুয়াশা ও কনকনে ঠান্ডায় জনজীবন স্থবির
বন্ধ শীতবস্ত্র বিতরণ রাজারহাটে ঘনকুয়াশা ও কনকনে ঠান্ডায় জনজীবন স্থবির
গভীর রাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ইউএনও
মধুপুর গভীর রাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ইউএনও