• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অন্তর্বর্তীকালীন সরকার কারও পক্ষে নয় : পররাষ্ট্র উপদেষ্টা

ভোলা প্রতিনিধি    ২৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৮ পি.এম.
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি-সংগৃহীত

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কারও পক্ষে নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শনিবার (২৭ ডিসেম্বর) ভোলায় ভোটের গাড়ি “ক্যারাভান” এর যাত্রা শুরু উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মো. তৌহিদ হোসেন বলেন, ২০০৮ সালের পর সত্যিকার অর্থে দেশে কোন নির্বাচন হয়নি। আগামী ১২ ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, আমরা আশা করছি সব রাজনৈতিক দলের অংশ গ্রহণে উৎসব মুখর পরিবেশে অবাদ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। 

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, একদম তলানিতে চলে যাওয়া দেশকে টেনে তুলতে হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে। আমরা চাই এবারের নির্বাচনে মানুষ ইচ্ছা মত তাদের ভোট দিতে পারবে। এই সরকার কারও পক্ষে নয়। জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব বুঝিয়ে দিবে অন্তর্বর্তীকালীন সরকার। 

এ সময় উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এম/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমারখালীতে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
কুমারখালীতে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
আনন্দমুখর পরিবেশে স্বজন মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
পাংশা আনন্দমুখর পরিবেশে স্বজন মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাজারহাটে ঘনকুয়াশা ও কনকনে ঠান্ডায় জনজীবন স্থবির
বন্ধ শীতবস্ত্র বিতরণ রাজারহাটে ঘনকুয়াশা ও কনকনে ঠান্ডায় জনজীবন স্থবির