• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুয়েতে জনতা গ্রুপ ও প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময় সভা

ভিওডি বাংলা ডেস্ক    ২৭ ডিসেম্বর ২০২৫, ০৫:১৬ পি.এম.
কুয়েতে জনতা গ্রুপ ও বাংলাদেশ প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময় সভায় অংশগ্রহণে প্রবাসী বাংলাদেশিরা -ছবি: সংগৃহীত

কুয়েত সিটিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য আয়োজিত শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজবাড়ী হোটেলে জনতা গ্রুপের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেনারেল ম্যানেজার মোহাম্মদ শাকের।

সঞ্চালনায় ছিলেন জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ এমদাদ হোসেন। সভায় ৮০-এর দশক থেকে বর্তমান পর্যন্ত জনতা গ্রুপের ব্যবসায়িক সাফল্য, দীর্ঘ পথচলা এবং মধ্যপ্রাচ্যে বাংলাদেশি পণ্য আমদানিতে তাদের অবদানের উপর আলোচনায় অংশ নেওয়া হয়।

বক্তারা উল্লেখ করেন, জনতা গ্রুপ ইতোমধ্যেই অষ্টমবারের মতো পুরস্কার অর্জন করেছে। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আবুল কাশেম ২০২৫ সালে টানা দশমবারের মতো সিআইপি নির্বাচিত হয়েছেন।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন রানা, সাধারণ সম্পাদক আ হ জুবেদ, যুগ্ম সম্পাদক আলাল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক জিসান মাহমুদ, আবু বক্কর সিদ্দিক পাভেল, সদস্য এবাদুর রহমান, লুতফুর রহমান, জাহিদ হোসেন জনি, বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন এবং জনতা গ্রুপের অফিস অ্যাডমিন সিরাজুল ইসলামসহ প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

প্রতিবছরের মতো এবারের নববর্ষ উপলক্ষেও জনতা গ্রুপ মধ্যপ্রাচ্যের বাংলাদেশি সাংবাদিকদের জন্য নতুন বছরের ডায়েরি ও বিশেষ উপহার সামগ্রী বিতরণ করেছে। সাংবাদিক নেতারা প্রতিষ্ঠানটির সমৃদ্ধি ও প্রবাসে দেশীয় পণ্যের বাজার সৃষ্টিতে অবদানকে প্রশংসা করেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় মহান বিজয় দিবস উদযাপন
মালয়েশিয়ায় মহান বিজয় দিবস উদযাপন
লিবিয়া থেকে দেশে ফিরলেন ৩১০ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ৩১০ বাংলাদেশি
আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ১১৯ বাংলাদেশি শিক্ষার্থী পেলেন পূর্ণ বৃত্তি
আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ১১৯ বাংলাদেশি শিক্ষার্থী পেলেন পূর্ণ বৃত্তি