• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

২১ বছরে বৈশাখী টেলিভিশন, উৎসবমুখর আয়োজন

বিনোদন ডেস্ক    ২৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৪ পি.এম.
বৈশাখী টেলিভিশন ২১ বছরে পা রাখলো বিশেষ সংগীতানুষ্ঠান, নাটক ও সিনেমার মাধ্যমে-ছবি: সংগৃহীত

বৈশাখী টেলিভিশন আজ ২১ বছর পূর্ণ করলো। বাংলাদেশের সংস্কৃতি লালনের অঙ্গীকার নিয়ে ২০০৫ সালের এই দিনে (২৭ ডিসেম্বর) যাত্রা শুরু হয় বেসরকারি চ্যানেলটির। 

নতুন বছরে পা রাখার গৌরবময় সময়টাকে স্মরণীয় করে রাখতে শনিবার বৈশাখীর পর্দা সাজানো হয়েছে গান, নাটকসহ নানা অনুষ্ঠান দিয়ে। চ্যানেলটির মুখপাত্র দুলাল খান জানান, শনিবার সকাল ১১টায় বৈশাখী পরিবারের সদস্য ও বিশিষ্টজনদের উপস্থিতিতে রয়েছে কেক কাটার আনুষ্ঠানিকতা। যদিও সকাল ৮টা ৩০ মিনিটেই শুরু হবে ‘২১ বছরে বৈশাখী’ শিরোনামে সরাসরি সংগীতানুষ্ঠান, চলবে রাত ১০টা পর্যন্ত। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে থাকছে দেশের স্বনামখ্যাত রাজনীতিক ও সাংস্কৃতিক অঙ্গনের গুণী ব্যক্তিত্বদের শুভেচ্ছা বক্তব্য।

চ্যানেলটির ডেপুটি হেড অব প্রোগ্রাম লিটু সোলায়মানের প্রযোজনায় সরাসরি বৈশাখীর সংগীতানুষ্ঠান ‘২১ বছরে বৈশাখী’ প্রচার হবে ১০টি সেগমেন্টে। প্রথম সেগমেন্ট শুরু হবে সকাল ৮টা ৩০ মিনিটে। আইনুন পুতুলের উপস্থাপনায় দেশাত্মবোধক সংগীত পরিবেশন করবেন অনন্যা আচার্য্য ও মিথিলা মল্লিক। সকাল ৯টা ১৫ মিনিটে শুরু হওয়া দ্বিতীয় সেগমেন্টে রবীন্দ্র ও নজরুলসংগীত পরিবেশন অণিমা রায় ও ইউসুফ আহমেদ খান। সকাল ১০টা ১৫ মিনিটে স্বর্ণালী দিনের গান গাইবেন খুরশিদ আলম ও চম্পা বণিক, বেলা ১১টা ১০ মিনিটে আধুনিক গান গাইবেন নদী ও অপু আমান।

তাসনুভা মোহনার উপস্থাপনায় দুপুর ১২টা ১০ মিনিটে আধুনিক গান গাইবেন সাব্বির ও শবনম প্রিয়াংকা। দুপুর ১টা ১০ মিনিটে আধুনিক গান পরিবেশন করবেন রাজীব ও শিলা দেবী। দুপুর ২টা ৩৫ মিনিটে ফোক গান পরিবেশন করবেন কামরুজ্জামান রাব্বী ও লিটা সরকার। বিকাল ৩টা ৫০ মিনিটে ফোক গান পরিবেশন করবেন গামছা পলাশ ও সাদিয়া লিজা।

তাবাসসুম প্রিয়াংকার উপস্থাপনায় সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে ফোক গান পরিবেশন করবেন লিজা ও তার দল। রাত ৮টায় ফোক গান নিয়ে হাজির হবেন সালমা ও তার দল।

রাত ১০টায় প্রচার হবে সাজিন আহমেদ বাবুর রচনা ও পরিচালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ নাটক ‘স্বভাব দোষে’। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি, আজম খান, অনুভব, রাইজা রশিদ, তাসনিম হেলেন প্রভা প্রমুখ। 

রাত ১২টায় প্রচার হবে বাংলা সিনেমা ‘শিকারী’। এতে অভিনয় করেছেন শাকিব খান, কলকাতার শ্রাবন্তী চ্যাটার্জী,  অরজিৎ সিং প্রমুখ।

উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, “দর্শকদের ভালোবাসা ও টিমের প্রচেষ্টার জন্যই ২১ বছর ধরে আমরা এগিয়ে আসতে পেরেছি। ভবিষ্যতেও বৈশাখী টেলিভিশন নতুন অনুষ্ঠান ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গ্ল্যামারাস লুকে নুসরাত ফারিয়া
গ্ল্যামারাস লুকে নুসরাত ফারিয়া
তারেক রহমানের বক্তব্যে মুগ্ধ পরীমণি
তারেক রহমানের বক্তব্যে মুগ্ধ পরীমণি
তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রাণীদের নিয়ে দীপনের প্রত্যাশা
তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রাণীদের নিয়ে দীপনের প্রত্যাশা