তারেক রহমানকে বহনকারি বিমানের পাইলট কুড়িগ্রামের আসিফ ইকবাল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ২০২ ড্রিমলাইনার বিমানের পাইলটদের মধ্যে ছিলেন আসিফ ইকবাল (মেজর)। তিনি উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রামের কৃতী সন্তান।
যিনি দীর্ঘ অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার জন্য পরিচিত। তারেক রহমানকে নিরাপদে প্রিয় মাতৃভূমিতে অবতরণ করিয়ে দেওয়ার পর বৈমানিক আসিফ ইকবাল পেয়েছেন তারেক রহমানের উষ্ণ অভিনন্দনও।
বিমানের ডেকে ইমামুল ইসলাম ইমনের সহকারী পাইলট হিসেবে ছিলেন দুই অভিজ্ঞ ক্যাপ্টেন-রাশেদিন ও আসিফ ইকবাল।
ক্যাপটেন আসিফ ইকবাল কুড়িগ্রাম জেলা শহরের মোল্লাপাড়া এলাকার প্রসিদ্ধ ব্যবসায়ী মরহুম আলহাজ্ব মনসুর রহমান ও কুড়িগ্রাম শিশু নিকেতন স্কুলের প্রধান শিক্ষক খুরশিদা বেগম কাজল (কাজল আপা)র ছেলে। কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব সাইফুর রহমান রানা'র ছোট ভাই। সাবেক বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা ক্যাটেন রেজাউর রহমান (মানিক)র আপন ভাগিনা। এবং কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র মোঃ আবু বকর সিদ্দিক'র ভাগিনা।
এদিকে, বিষয়টি সামনে আসতেই জেলায় সোস্যাল প্লাটফর্মগুলোতে ক্যাপ্টেন ইকবালকে নিয়ে পোস্ট দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন জেলার মানুষ। গর্বিত জেলাবাসীর সামনে এই দক্ষ বৈমানিকের নামটি।
দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সফরসঙ্গী হিসেবে তার সাথে ছিলেন সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং তাদের আদরের পোষা বিড়াল ‘জেবু’।
বুধবার (২৪ ডিসেম্বর) রাত সোয়া ১২টার দিকে (স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টায়) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনের ফ্লাইটটি ঢাকার পথে রওনা হয়।
বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একাধিক সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অভিজ্ঞ ও সিনিয়র পাইলটদের সমন্বয়ে এই ফ্লাইট ক্রু গঠন করা হয়েছে।
এদিকে, সঠিক সময়ে নিরাপদে দেশের মাটিতে অবতরণের পর তারেক রহমানের সকল মালামাল বুঝিয়ে দেয়ার সময় তারেক রহমান বিমানের ক্যাপ্টেনদের ডেকে হ্যান্ডশেক করার পাশাপাশি আন্তরিক ধন্যবাদ জানান।
এ বিষয়ে মুঠোফোনে কালবেলা প্রতিনিধিকে আসিফ ইকবাল বলেন, পেশাগত দায়িত্ব পালনে যথাযথ সতর্কতা অবলম্বন করতে হয় এক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফ্লাইট আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হয়েছে। আমরা সবাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের আচরণে খুবই খুশী।নী নয়াপল্টন বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের আয়োজিত জাসাস এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সূর্য উঠবেই অন্ধকারের দেওয়াল ভাঙবে গানের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে তারেক রহমান প্রমাণ করেছেন তিনি একক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া কোনো নেতা নন, বরং সবাইকে সঙ্গে নিয়ে দল পরিচালনা করতে সক্ষম একজন দায়িত্বশীল নেতৃত্ব। নানা চাপ, ষড়যন্ত্র ও প্রতিকূলতার মধ্যেও বিএনপিকে ঐক্যবদ্ধ রাখা তার রাজনৈতিক প্রজ্ঞারই প্রমাণ।
তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমান যে পরিবর্তনের সূচনা করেছিলেন, আজ জনগণ বিশ্বাস করে তারেক রহমান সেই পরিবর্তনের ধারাবাহিকতা ফিরিয়ে আনতে পারবেন। সে কারণেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রশ্নে সাধারণ মানুষ তারেক রহমানের নেতৃত্বের ওপর আস্থা রাখছে।
গণতন্ত্রের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে আবদুস সালাম বলেন, দেশ এখনো পুরোপুরি গণতান্ত্রিক পথে ফেরেনি। এই সংকটময় সময় পার করতে হলে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গীতিকার ও সুরকার ইথন বাবু, শিবা শানু সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের কর্মীরা।
ভিওডি বাংলা/ মোঃ মশিউর রহমান বিপুল/ আ





