• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অপারেশন ডেভিল হান্ট

কীর্তিপাশা ইউনিয়ন আ’লীগ সভাপতি কারাগারে

ঝালকাঠি প্রতিনিধি    ২৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৪১ পি.এম.
গ্রেপ্তার। ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট (ফেজ–২)’–এর আওতায় ঝালকাঠির সদর উপজেলার ৫নং কীর্তিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শংকর মুখার্জীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের ওসি মো. তৌহিদুজ্জামান জানান, চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ অভিযানের অংশ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা-কর্মী এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে—এমন ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় শংকর মুখার্জীকে গ্রেপ্তার করে ঝালকাঠি সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভিওডি বাংলা/ মোঃ মাহিন খান/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রেন চলাচল বন্ধ, গফরগাঁওয়ে রেললাইনে আগুন
মনোনয়নবঞ্চিত নেতার সমর্থকরা ট্রেন চলাচল বন্ধ, গফরগাঁওয়ে রেললাইনে আগুন
তারেক রহমানকে বহনকারি বিমানের পাইলট কুড়িগ্রামের আসিফ ইকবাল
তারেক রহমানকে বহনকারি বিমানের পাইলট কুড়িগ্রামের আসিফ ইকবাল
ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন
নবাবগঞ্জ ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন