• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সোনাগাজী

বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

ফেনী প্রতিনিধি    ২৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৭ পি.এম.
বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত। ছবি: ভিওডি বাংলা

‎ফেনীর সোনাগাজী উপজেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর পুরোনো বন্ধুদের কাছে পেয়ে স্মৃতিচারণ ও উচ্ছ্বাসে মেতে ওঠেন বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।

‎শনিবার (২৭ ডিসেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরাম-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনভেস্ট ব্যাংক অব কর্পোরেশনের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ।

‎বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ড. মোহাম্মদ নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং মাস্টার খুরশিদ আলম ও মাজহারুল ইসলাম বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. আবুল হোসেন সিরাজ, প্রাক্তন কন্ট্রোলার জেনারেল অব ডিফেন্স ইকবাল হোসেন, প্রথম আলোর সাবেক জেলা প্রতিনিধি আবু তাহের, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাজমুল করিম দুলালসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ ছাড়া বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

‎অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের সূচনা হয়। পুরো বিদ্যালয় প্রাঙ্গণ সাজানো হয় রঙিন সাজে। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাক্তন শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে সমবেত হতে থাকেন। বহু বছরের ব্যবধান ভুলে সহপাঠীরা একে অপরকে জড়িয়ে ধরেন, যা সৃষ্টি করে আবেগঘন পরিবেশ। প্রবীণ ও নবীন শিক্ষার্থীরা স্কুলজীবনের নানা স্মৃতিময় অভিজ্ঞতা ভাগাভাগি করেন।

‎অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ড. মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, ‌‘একটি বিদ্যালয়ের প্রাণ হচ্ছে তার শিক্ষার্থীরা। বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে এ অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। প্রাক্তন শিক্ষার্থীদের এই মিলনমেলা বিদ্যালয়ের উন্নয়ন ও বর্তমান শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

‎প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবু আহমেদ বলেন, ‘বহু বছর পর এই পুনর্মিলনীতে এসে অত্যন্ত ভালো লাগছে। একসময় সারা দেশে বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের সুনাম ছিল। সেই ঐতিহ্য ধরে রাখতে শিক্ষার মান উন্নয়নে আরও গুরুত্ব দিতে হবে।’

‎অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে আয়োজক কমিটির সদস্য নুরুল আমিন মামুন ভূঁইয়া উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

‎এ সময় বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জাকারিয়া মহিউদ্দিন, আবুল কাশেম, বিমলেন্দু দত্ত, আবু তাহের, জগদীশ চন্দ্র আশ্চার্য্য ও নজরুল ইসলামকে প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

‎দিনব্যাপী আয়োজনের শেষপর্বে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় র‍্যাফেল ড্র ও প্রীতিভোজ। পরে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ গান ও নৃত্য পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

‎উল্লেখ্য, ১৯৫২ সালে প্রতিষ্ঠার পর এই প্রথম বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের বৃহৎ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়, যেখানে নবীন ও প্রবীণ সকল ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ভিওডি বাংলা/ জহির আদনান/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৫ মাদক সেবীর কারাদণ্ড
নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৫ মাদক সেবীর কারাদণ্ড
প্রকাশ্যে বিচার দাবি জানিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি
হাদি হত্যা প্রকাশ্যে বিচার দাবি জানিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি
ট্রেন চলাচল বন্ধ, গফরগাঁওয়ে রেললাইনে আগুন
মনোনয়নবঞ্চিত নেতার সমর্থকরা ট্রেন চলাচল বন্ধ, গফরগাঁওয়ে রেললাইনে আগুন