খালেদা জিয়া সংকটময় অবস্থায়: ডা. জাহিদ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, “খালেদা জিয়া বর্তমানে একটি সংকটময় সময় পার করছেন।”
শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে হঠাৎ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে-এমনটি বলা যাচ্ছে না। চিকিৎসা ও মহান আল্লাহর অশেষ রহমতে তিনি যদি এই সংকট অতিক্রম করতে পারেন, তবে পরবর্তীতে আশাবাদী হওয়া যাবে।
তিনি জানান, শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হওয়ায় খালেদা জিয়াকে প্রথমে কেবিন থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) এবং পরে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়। গত ২৩ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে।
এর আগে শনিবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান। তারা দীর্ঘ সময় তার শয্যাপাশে অবস্থান করেন বলেও জানান ডা. জাহিদ।
তিনি আরও বলেন, দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছে, যেখানে ডা. জুবাইদা রহমানও যুক্ত রয়েছেন।
ডা. জাহিদ খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন এবং তারেক রহমান ও পরিবারের পক্ষ থেকে দেশবাসীকে কৃতজ্ঞতা জানান। পাশাপাশি চিকিৎসক ও নার্সদের নিরলস সেবার জন্য ধন্যবাদ জানান তিনি।
ভিওডি বাংলা/জা




